বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের নিত্য জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি ছাড়া আমরা এক প্রহরও থাকতে পারিনা। আমরা বাড়িতে বসেই মোবাইলের বিল, LPG Gas বিল, টেলিফোন বিল পেমেন্ট করে দি স্মার্টফোনের সাহায্যে। এডভান্স টেকনোলজির সাথে আসা স্মার্টফোনে রয়েছে এমন অনেক ফিচার। যার সম্পর্কে আমরা এখনও অবগত নই। এই ফিচারগুলি অনেকটা সহজ করতে পারে আমাদের জীবন। তবে আমরা উপেক্ষা করে চলি এই ফিচারগুলিকে। আজ আমরা এমন কিছু চমৎকার ফিচার সম্পর্কে জানাতে চলেছি, যা আপনি আগে জানতেন না। চলুন শুরু করা যাক,
কীভাবে কন্ট্রোল করবেন কল লগ
প্রায়ই আমাদের পরিবারের সদস্য কিংবা বন্ধুরা আমাদের গোপন নং এ ফোন করে দেয়। সেই সমস্যার থেকে মুক্তি পেতে হলে মেনে চলতে হবে একটি সহজ ট্রিক। Call Log ব্লক করতে *#31# ডায়ল করুন। তার পরে আপনার ফোন থেকে কোনও ফোন কড়া যাবেনা। আবার সার্ভিসটি বন্ধ করতে #৩১# ডায়ল করতে হবে।
পান মোবাইলের নোটিফিকেশন থেকে মুক্তি
আমাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা থাকে এবং তা থেকে আসতে থাকে একের পর এক নোটীফিকেশন। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে হবে এই ট্রিক। আপনাকে সবচেয়ে আগে ফোনের সেটিংস এ যেতে হবে এবং নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তারপরে যে অ্যাপের নোটিফিকেশন আপনি চান না সেটিকে বন্ধ করে দিতে হবে। ব্যাস আর থাকবেন আপনার এই সমস্যা।