আজকাল ব্যক্তিগত কাজে ব্যবহার করা ছাড়াও অফিসিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে গিয়েছে। এইজন্য Whatsapp এর চ্যাট সিকিওর করা অত্যন্ত প্রয়োজন। হোয়াটসঅ্যাপে প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি আপনার কোন একটি চ্যাট লক করতে চান, তাহলে এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। এর জন্য আপনাকে পুরো হোয়াটস অ্যাপ লক করা দরকার পড়বে না। আপনি শুধু মাত্র কয়েকটা কন্টাক্ট লক করে রাখতে পারেন।
জানিয়ে রাখি, যখন হোয়াটসঅ্যাপে কোন নতুন মেসেজ আসে তখন একটা পপ আপ স্ক্রিনের উপর চলে আসে। এর মধ্যে যদি আপনার ফোন অন্য কারো কাছে থাকে, তাহলে সে আপনার মেসেজ পড়ে ফেলতে পারে। এই ভয়েতে অনেকেই তাদের ফোন অন্যের হাতে দিতে চান না। তাই WhatsApp এ কিছু পদ্ধতি এমন রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে নির্দিষ্ট কিছু চ্যাট লক করতে পারেন। এর জন্য অবলম্বন করুন এই পদ্ধতি।
১) কোন নির্দিষ্ট ব্যক্তির চ্যাট লক করার জন্য আপনাকে একটি থার্ড পার্টি এপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
২) প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে WhatsApp Chat Locker ডাউনলোড করুন।
৩) এবার এই অ্যাপ্লিকেশন খুলে পাসওয়ার্ড সেট করুন।
৪) অ্যাপ্লিকেশন খোলা মাত্রই আপনার কাছে + সাইন দেখা যাবে।
৫) সেখানে ক্লিক করুন ।
৬) এবার আপনার কাছে এই নতুন একটি মেসেজ আসবে। সেখানে একটি OK বাটন থাকবে যা ট্যাপ করলে সরাসরি হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবেন আপনি।
৭) এবারে, আপনি যার হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান সেটি সিলেক্ট করুন।
৮) তৎক্ষণাৎ আপনার ওই চ্যাট লক হয়ে যাবে।
এবারে আনলক করার জন্য আপনাকে ওই অ্যাপ্লিকেশনে গিয়ে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই চ্যাট আপনি লক করেছেন সেটি দেখতে পাবেন আপনি। এবার আপনার কাছে আনলকের মেসেজ আসবে, সেই মেসেজে OK বাটনে ট্যাপ করলে আপনার চ্যাট আনলক হয়ে যাবে।
জানিয়ে রাখি, যদি এই সেটিংস আপনি অন করেন তাহলে হোয়াটসঅ্যাপ খোলা মাত্রই আপনার কাছ থেকে পাসওয়ার্ড জানতে চাওয়া হবে। যদি আপনি পাসওয়ার্ড এন্টার করতে পারেন ঠিক করে তাহলেই আপনি চ্যাট খুলতে পারবেন।