প্রায় প্রতিদিন অনলাইন স্ক্যাম বেড়েই চলেছে। এই মুহূর্তে সব জিনিস যাচাই করে নেওয়া উচিত। আমরা এখন সব জিনিস দুবার করে চেক করে নেই। কিন্তু শুধু যে অনলাইনে জালিয়াতি আছে তা তো না, অনেক ডকুমেন্ট আছে যেগুলি জাল। তাই এই মুহূর্তে সব কিছু দুবার করে চেক করে নেওয়া উচিত, এমনকি আপনার আধার কার্ড এর তথ্য জাল হয়েও যেতে পারে। তাই আপনাকে আমরা জানাবো কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার আধার নম্বর ঠিক নাকি ভুল?
আপনি একদম সহজে বাড়িতে বসে দেখে নিতে পারবেন আপনার Aadhaar Card এর নম্বর ঠিক আছে নাকি ভুল। এর জন্য আপনাকে আপনার রেজিস্ট্রার করা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
1. সবার প্রথমে আপনাকে যেতে হবে নিম্নলিখিত ওয়েবসাইটে। https://resident.uidai.gov.in/aadhaarverification
2. এরপর আপনি পেয়ে যাবেন আধার ভেরিফিকেশন পেজ এবং সেখানে থাকবে একটি টেক্সট বক্স। সেখানে আপনাকে ইন্টার করতে হবে আপনার আধার কার্ডের নম্বর।
3. সেখানে আপনাকে আপনার 12 সংখ্যার আধার নম্বর দিতে হবে এবং একটি ক্যাপচা কোড ঠিকঠাকভাবে ইন্টার করতে হবে।
4. এরপর আপনাকে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এখানে যদি আপনার আধার নম্বর ঠিকঠাক থাকে তাহলে আপনার সমস্ত তথ্য স্ক্রিনের উপর চলে আসবে এবং আপনি ভেরিফাই করতে পারবেন।
5. কিন্তু আপনার আধার নম্বর যদি নকল হয়ে থাকে, কিন্তু ওই নতুন পেজ ওপেন হবে না এবং আপনি কোন তথ্য দেখতে পাবেন না।
6. আপনাকে আধার সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে হবে।