বর্তমানকালে আধার নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ নম্বরের মধ্যে একটি হয়ে গিয়েছে। যে কোন কাজে বর্তমানে আধার নম্বর খুব প্রয়োজন। তবে অনেকের কাছে আধার নম্বর থাকলেও তাদের আধারে তথ্য অনেক সময় ভুল হয়ে যায়। ভারতের বহু মানুষের আধার তথ্যে ভুল রয়েছে। তবে এই আধার নম্বর এর তথ্য খুব সহজে ঠিক করে দেওয়া সম্ভব। আসুন জেনে নেওয়া যাক পদ্ধতি।
সম্প্রতি, UIDAI একটি টুইট করে জানিয়েছে, আধার কার্ডের ভুল সংশোধন এখন ঘরে বসে করা সম্ভব হবে। আপনি যদি আধার কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট ssup.uidai.gov.in/ssup তে ভিজিট করেন, তাহলে আপনি সেখানে গিয়ে আপনার আধারের তথ্য আপডেট করতে পারবেন।”
এখন ঘরে বসেই অনলাইনে আপনার আধার এর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং ভাষা পরিবর্তন করতে পারবেন। তবে এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এন্টার করলে আপনি আধারের তথ্য আপডেট করতে পারবেন।
তবে এখনো বেশ কিছু নথি রয়েছে যার জন্য আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। এর মধ্যে রয়েছে পরিবারের প্রধান বা অভিভাবকের তথ্য এবং বায়োমেট্রিক আপডেট। এই সমস্ত কাজ কিন্তু বাড়ি থেকে বসে হবে না। যদি এরকম কোন ভুল থাকে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে আধার কেন্দ্র যেতে হবে।