আপনার স্মার্টফোন কি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় অথবা হ্যাং করতে থাকে? তাহলে হয়তো এর কিছুটা কারণ আপনার ব্যবহারের পদ্ধতি ও হতে পারে। আপনারা সকলেই স্মার্ট ফোন ব্যবহার করেন।কিন্তু স্মার্টফোন ব্যবহার করার সঠিক পদ্ধতি হয়তো অনেকেই জানেন না। তাই এই পরিস্থিতিতে আপনারা নিজেদের স্মার্টফোনে অনেক কিছু ভুল করে ফেলেন যার ফলে আপনার স্মার্ট ফোন গরম হয়ে যায় এবং হ্যাং করে। এখানে আমরা আপনাকে বেশ কিছু টিপস দেব যেগুলি ফলো করলে আপনার স্মার্ট ফোন আর কখনো হ্যাং হবে না।
১. কখনোই রাত্রিবেলা মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়বেন না। আপনাকে হয়তো অনেকেই জানিয়েছেন যে মোবাইল ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবার পরে আর কোন সমস্যা হয় না। কিন্তু তা একেবারেই নয়, বরং যদি আপনি ফুল চার্জ হয়ে যাবার পরেও মোবাইল চার্জার এর সাথে কানেক্ট করে রাখেন তাহলে আপনার ফোন হ্যাং হয়ে যেতে পারে।
২. অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলা – যদি আপনি আপনার স্মার্টফোনে প্রয়োজনের অনেক বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলেন তাহলে আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, আপনার স্মার্টফোনে একটি নির্দিষ্ট পরিমান স্টোরেজ দেওয়া হয়। যে পরিমাণ স্টোরেজ শেষ হয়ে যাবার পরে আপনার স্মার্টফোনের গতি অত্যন্ত কম হয়ে যায়। এর ফলে আপনার স্মার্ট ফোন হ্যাং হতে পারে।।
৩. কোন অজানা সোর্স থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেও স্মার্টফোনের ক্ষতি হতে পারে। কারণ এই ধরনের অ্যাপ্লিকেশন গুলির সঙ্গে অনেক সময় ভাইরাস চলে আসে। এই ভাইরাস আপনার ফোনের অভ্যন্তরীণ বিভিন্ন জিনিসগুলিকে খারাপ করে দেয়। তাই কেবলমাত্র ট্রাস্টেড সোর্স থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন।
৪. অতিরিক্ত গেম খেলার ফলেও আপনার স্মার্ট ফোন হ্যাং হতে পারে এবং গরম হয়ে যেতে পারে। আপনি যে কোন সস্তার স্মার্টফোনে অতিরিক্ত ভারী গেম ডাউনলোড করে খেলতে শুরু করলে আপনার স্মার্টফোন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। কারণ যে কোন এপ্লিকেশন কাজ করে স্মার্টফোনের RAM এর উপরে। সাধারণ সস্তা স্মার্টফোনে সর্বাধিক ৩ থেকে ৪ জিবি RAM থাকে। এই পরিমাণ RAM – এ কোন ভারী গেম খেলা অথবা ভারী অ্যাপ্লিকেশন চালানো বেশ চাপের। এছাড়াও কোন ফোনে কতটা ভালোভাবে অ্যাপ্লিকেশন চলবে তা নির্ভর করে ফোনের জিপিইউ এর উপরে। সস্তা দামের স্মার্টফোনের কখনোই ভালো GPU দেওয়া হবে না। তাই যদি এরকম কোন স্মার্টফোন আপনার কাছে থাকে যার বাজেট ৭,০০০ টাকার কাছাকাছি অথবা তার নিচে, তাহলে ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ভারী অ্যাপ্লিকেশন না চালান ওই ফোনে। তাহলে আপনার স্মার্টফোন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।