স্মার্টফোনে সেভ থাকা কোটি কোটি চার নম্বরের মধ্যে কিছু কিছু নম্বর মাঝেমধ্যে ডিলিট হয়ে যায়। সেই নম্বর যদি আপনি আবারও ফিরে পেতে চান তাহলে আপনাকে আগে অনেক কসরত করতে হতো। কিন্তু এবারে গুগলের কিছু ফিচারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় নম্বর আরো একবার ফেরত পেতে পারবেন। পদ্ধতিটি অত্যন্ত সোজা। আসুন দেখে নেওয়া যাক।
যদি আপনার স্মার্টফোন অথবা সিম কার্ডে সমস্ত নম্বর সেভ করা থাকে তাহলে তা তাড়াতাড়ি আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়ে নিন। এরপরে আপনার ফোন যদি কোনদিন হারিয়ে যায় এবং আপনি নতুন ফোন গ্রহণ করেন তাহলে আপনি খুবই সহজে পুরনো কন্টাক্ট রিস্টোর করতে পারবেন। কোন একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনার পুরনো কন্টাক্ট আরো একবার সেভ করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেটে কন্টাক্ট অপশন এ পৌঁছে যান। সেখান থেকে উপরের ডান দিকে থাকা মেনু অপশন এ ট্যাপ করুন এবং তারপর সেটিংস খুলুন। সেখানে আপনি পাবেন এক্সপোর্ট অপশন। এই অপশনে ট্যাপ করে আপনি আপনার পুরনো একাউন্ট এর সমস্ত কন্টাক্ট .vcf ফাইল এর মাধ্যমে ব্যাকআপ নিয়ে নিন।
যদি আপনি নতুন স্মার্ট ফোন কিনে থাকেন তাহলে গুগল একাউন্টে ট্যাপ করে সমস্ত ডেটা গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে শুরু করুন। তাহলে আপনার সমস্ত কন্টাক্ট সেভ থাকবে। এর জন্য আপনার এন্ড্রয়েড ফোনের সেটিং অন করুন। তারপরে সিস্টেমে গিয়ে ব্যাকআপ অপশনে ট্যাপ করুন। এবার ব্যাকআপ টু গুগল ড্রাইভ অপশন অন করে দিন। এরপর আপনি এই ব্যাকআপ থেকে আপনার কন্টাক্ট পুনরায় সেভ করতে পারবেন।