বর্তমানে সকলেই WhatsApp ব্যবহার করে থাকেন। আপনারা সকলেই জানেন, হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার একটি সুবিধা রয়েছে। কিন্তু কোন মেসেজডিলিট হয়ে গেলেও আমাদের সেগুলিকে জানা অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে। কিন্তু কোন পদ্ধতিতে আমরা সেগুলিকে আর ফিরে পাই না। তবে, এই সমস্ত মেসেজ নতুন করে পড়ার একটি মজাদার ট্রিক রয়েছে। আজ এই বিশেষ ট্রিক আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি।
আগে থেকে জানিয়ে রাখি, এরকম কোনো বিশেষ পদ্ধতি WhatsApp অ্যাপ্লিকেশন আপনাকে প্রোভাইড করে না। এজন্য আপনাকে কিছু থার্ড পার্টি এপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে পারেন।
১) সবার প্রথমে আপনি একটি থার্ড পার্টি এপ্লিকেশন WhatsRemoved+ ডাউনলোড করুন আপনার ফোনে।
২) তারপর এই অ্যাপ্লিকেশন খুলুন এবং যেরকম পারমিশন এই অ্যাপ্লিকেশন চাইছে দিয়ে দিন।
৩) এই অ্যাপ্লিকেশন কাজ করাতে হলে আপনাকে আপনার ফোনের নোটিফিকেশন অ্যাকসেস দিতে হবে।
৪) তারপরে, আপনি সিলেক্ট করে ফেলুন কোন অ্যাপ্লিকেশন এর নোটিফিকেশন আপনি সেভ করতে চান।
৫) এই অ্যাপ্লিকেশনের তালিকার মধ্যে আপনি বেছে নিন WhatsApp। সাথে কি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম জাতীয় অ্যাপ্লিকেশন এর নোটিফিকেশন সেভ করতে পারবেন।
৬) আপনার পছন্দমত অ্যাপ্লিকেশন সিলেক্ট হয়ে গেলে আপনি একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনার সমস্ত ডিলিট হয়ে যাওয়া মেসেজ চলে আসবে।
৭) এখান থেকে আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়ে ফেলতে পারবেন।