ব্যাংকে বর্তমানে শুধুমাত্র বড়রা নয় ছোটরাও অ্যাকাউন্ট খুলতে পারে। বাচ্চাদের ভবিষ্যতের জন্য সেভিংস করে রাখার ব্যবস্থা রয়েছে এই সমস্ত একাউন্টে। আপনি কি জানেন বাড়ি থেকে খুব সহজেই ধরনের অ্যাকাউন্ট খুলে ফেলা যায়। এজন্য আপনাকে শুধুমাত্র ৪টি সহজ স্টেপ পূরণ করতে হবে। আসুন দেখে নেওয়া যাক কি কি সেই স্টেপ।
স্টেট ব্যাংকে আপনারা দুই ধরনের সেভিংস একাউন্ট বাচ্চাদের জন্য খুলতে পারেন। প্রথমটি হলো পহেলা কদম , এটি ১০ বছরের কম বাচ্চাদের জন্য।
দ্বিতীয় টি হলো পহেলি উড়ান, এবং এটি ১০ বছরের বেশি বাচ্চাদের জন্য। তবে জানিয়ে রাখি, পহেলা কদম একাউন্ট আপনারা আপনার বাচ্চার সাথে জয়েন্ট ভাবে খুলতে পারেন। অন্যদিকে, পহেলি উড়ান অ্যাকাউন্ট বাচ্চার নামে আলাদা ভাবে খোলা সম্ভব। এই দুই ধরনের একাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। তবে ম্যাক্সিমাম ব্যালেন্স ১০ লাখের বেশি হওয়া যাবে না।
পদ্ধতিগুলি-
১) প্রথমে আপনাকে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে পার্সোনাল ব্যাঙ্কিং এ ক্লিক করতে হবে। তারপর একাউন্ট ট্যাবে ক্লিক করে আপনাকে যেতে হবে একাউন্ট অফ মাইনোর্স অপশনে।
২) এরপর আপনাকে এ্যাপলাই নাও বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে একটি পপ-আপ দেখা যাবে। পপ-আপ বন্ধ করে আপনাকে এগিয়ে যেতে হবে।
৩) এরপর SBI এর YONO ওয়েব সাইট ওপেন হয়ে যাবে। সেই ওয়েবসাইটে ডিজিটাল একাউন্টে ক্লিক করুন।
৪) এবারে আরো একবার এপ্লাই নাউ বাটনে ক্লিক করতে হবে। এবার আপনাকে সমস্ত তথ্য ফিলাপ করতে হবে। ফিলাপ করা হয়ে গেলে এবার ভেরিফিকেশনের সময়। ভেরিফিকেশন করার জন্য ব্যাংকের কর্মচারী আপনার বাড়িতে আসবে। তাকে আপনাকে সমস্ত ভেরিফিকেশন এর ডকুমেন্ট দেখাতে হবে। তারপর আপনার সন্তানের একাউন্ট খুলবে। তবে জানিয়ে রাখি শুধুমাত্র অনলাইন নয়, এই দুটি ধরনের অ্যাকাউন্ট অফলাইন পদ্ধতিতেও খোলা সম্ভব।
তার জন্য আপনাকে একটি বিশেষ ফরম ফিলাপ করতে হবে এবং নির্দিষ্ট ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। সেই নির্দিষ্ট ব্যাংকের শাখায় ভেরিফিকেশন করবেন ব্যাংকের কর্মচারী। তারপর আপনার সন্তানের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে।