আপনি যদি ইন্ডিয়ান অয়েল এর গ্রাহক হন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।এবার থেকে রিফিল বুকিং করার জন্য আপনাকে আর ইন্ডিয়ান অয়েল এর আইভিআরএস সিস্টেমে ফোন বুকিং করতে হবে না। এবারে 8454955555 নম্বরে একটি মিসড কল দিলেই হয়ে যাবে বুক আপনার সিলিন্ডার। তারপর আপনার মোবাইলে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে আপনি কতদিনে আপনার সিলিন্ডার পেয়ে যাবেন।
গ্রাহকদের সুবিধার জন্য শুক্রবারে এই নতুন পদ্ধতি চালু করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই মিসডকল পরিষেবা চালু করেছেন। ওই একই নম্বরে ফোন করলে আপনারা ইন্ডিয়ান অয়েল এর নতুন কানেকশন গ্রহণ করতে পারবেন। এছাড়াও কলকাতা সহ আরও সাতটি শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েল এর প্রিমিয়াম পেট্রোল বিক্রি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
মানুষকে ডিজিটালাইজেশনের সুবিধা প্রদান করার জন্য এই নতুন পদ্ধতি নিয়ে আসা হয়েছে ইন্ডিয়ান অয়েল এর তরফ থেকে। নতুন পদ্ধতিতে আপনারা খুব সহজেই বাড়িতে বসে ইন্ডিয়ান অয়েল গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। তাছাড়া, যদি আপনার নতুন কানেকশনের দরকার হয় তাহলে আপনাকে ওই নাম্বারে কল করতে হবে। তারপর আপনার ফোন নম্বরে একটি এসএমএস আসবে। ওই এসএমএসে থাকবে একটি লিংক। সেই লিঙ্কে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য দিলে ওই এলাকার সংশ্লিষ্ট ইন্ডিয়ান অয়েল ডিলার আপনাকে ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগ করবেন।