ZTE Blade V2021 5G কে চীনে লঞ্চ করে দিয়েছে। ই ফোনটিতে দেওয়া হতে চলেছে ৪৮ mp এর প্রাইমার ক্যামেরা এবং ওয়াটার ড্রপ নচ। ZTE Blade V2021 5G তে দেওয়া হতে চলেছে ডাইমাএনসিটি ৭২০ চিপসেট এবং ৪,০০০ mAh এর ব্যাটারি। চলুন জানা যাক ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে,
ZTE Blade V2021 5G এর দাম
ZTE Blade V2021 5G কে লঞ্চ করা হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের সাথে। এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করেছে ৯৯৯ চীনা ইউয়ান এ। যা ভারতীয় ১১,২০০ টাকার সমান। এছাড়া ফোনটির ৬ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান। যা ভারতীয় ১৫,৭০০ টাকার সমান। গ্রাহক বর্তমান ফোনটির প্রি বুকিং করতে পারবেন JD.com থেকে।
স্পেসিফিকেশন
ZTE Blade V2021 5G তে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চির HD+ ডিসপ্লে এর সাথে ৬০ হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ফোনটি চলবে মিডিয়াটেক ডিইমেনসিটি ৭২০ প্রসেসরের ওপরে।
চলুন এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে থাকতে চলেছে ৪৮ mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ। অন্যদিকে রয়েছে ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,০০০ mAh এর ব্যাটারি।