স্মার্টফোনের সাথে যুক্ত টেকনোলোজি খুব দ্রুতরার সাথে উন্নতি করছে , তা আমরা ফোল্ডেবেল স্মার্টফোনের টেকনোলোজি দেখে বোঝা যাচ্ছে। এইবার গ্রাহকদের ফুল স্ক্রিন এক্সপেরিয়েন্স দিতে কোম্পানিদের এর আগে আমরা দেখেছি পপ আপ সেলফি ক্যামেরা অফার করতে। সেখানেই এখন Xiaomi এবং Nokia কাজ করছে আন্ডার ডিসপ্লে ক্যামেরার ওপর। এই টেকনোলজির সাথে ZTE Axon 20 5G বিশ্বের সবচেয়ে প্রথম ফোন সেমটেবরে চীনে লঞ্চ করেছিল।
এই স্মার্টফোনটিকে এখন গ্রাহক চীনে কিনতে পারবেন কিন্তু গ্লোবাল মার্কেটে এখনও গ্রাহক কিনতে পারছিলেন না। এইবার ZTE গ্লোবাল মার্কেটে ফোনটিকে গ্রাহকদের কেনার জন্য ওপেন করে দিয়েছে। এই ফোনের শিপিং চালু করা হবে ২১ এ ডিসেম্বর থেকে। তবে কোম্পানি জানিয়ে দিয়েছে যে এই ফোনটিকে বর্তমান লিমিটেড স্টকের সাথে সেলে উপলব্ধ করা হবে। বর্তমানে গ্রাহক এই ফোনটিকে ১১ টি দেশে কিনতে পারবেন বলে জানা গিয়েছে।
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৯২ ইঞ্চির OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz। ফুল স্ক্রিন ভিউ এর এই ডিসপ্লে তে পাঞ্চ হোল বা নচ দেওয়া হয়নি। ডিসপ্লে রেজোলিউশন ২৪৬০x১০৮০ পিক্সেল।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২ mp আন্ডার ডিসপ্লে ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,২২০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ৩০w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।