যদি আপনি অতিরিক্ত মদ্যপান করেন তাহলে, তার কিছুক্ষণের মধ্যেই আপনার স্মার্টফোন আপনাকে পাঠাবে এলার্ট। হ্যাঁ এরকমই একটি আশ্চর্য ফিচার আসতে চলেছে স্মার্টফোনে। স্মার্টফোন রিসার্চাররা এমন একটি সেন্সর তৈরি করেছেন, যা আপনার ফোনে এবার থেকে ইনবিল্ট থাকবে। এই প্রসেসর আপনার ওয়ার্কিং বিহেভিয়ার পর্যবেক্ষণ করবে, এবং লক্ষ্য করবে যে আপনি মদ্যপান করেছেন কিনা। যদি আপনি অত্যধিক মদ্যপান করে ফেলে, তাহলে আপনাকে আপনার স্মার্টফোন এলার্ম এর মাধ্যমে সতর্ক করে দেবে।
ড্রাঙ্কেন ড্রাইভিং বন্ধ করার জন্য এই আনা হয়েছে সেন্সর
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রিসার্চার ব্রায়ান সফলেতো আমেরিকাতে ২১ থেকে ৪৩ বছর বয়সি ২২ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর এই সেন্সরের পরীক্ষা করেছেন । রিসার্চের সময় তিনি ওই ২২ জনকে ০.২০ শতাংশ কনসেনট্রেটেড অ্যালকোহল দিয়েছিলেন এবং তাদের কোমরে ইলাস্টিক ব্যান্ডের মাধ্যমে স্মার্ট ফোন আটকে দিয়েছেন। তারপরে তাদের সোজা ভাবে ১০ স্টেপ হাঁটতে বলা হয়। রিসার্চাররা জানিয়েছেন, মানুষের হাঁটার বিহেভিয়ার পর্যবেক্ষণ করে এই সেন্সার জানায় যে, সেই ব্যক্তি মদ্যপান করেছে নাকি করেনি। বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি একজন পূর্ণবয়স্ক মানুষ ০.৮ শতাংশ কনসেনট্রেটেড অ্যালকোহল গ্রহণ করেন তাহলে ৯০ শতাংশ সময় সেন্সর সঠিকভাবে তা পর্যবেক্ষণ করতে পারে। এইমাত্র থেকে বেশি মদ্যপান করে গাড়ি চালানো আমেরিকাতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
মদ্যপ ব্যক্তিদের রিয়েল টাইম ইনফরমেশন রাখা হবে
বিজ্ঞানীরা জানিয়েছেন যে আগামী কিছু বছরের মধ্যে, যদি আপনি আপনার বন্ধুদের সাথে মদ্যপান করতে যান এবং সেখানে বেশি মদ্যপান করে ফেলেন তাহলে আপনার স্মার্টফোন আপনাকে এবার থেকে একটি সতর্কবার্তা দেবে। এই সতর্কবার্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে সাহায্য করবে। এছাড়াও মদ্যপ ব্যক্তিদের সমস্ত ইনফরমেশন এই সেন্সরের মাধ্যমে স্টোর করে রাখা হবে। যার ফলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে যাবে।
এখনো অনেক রিসার্চ করা বাকি
এই নতুন সেন্সর আবিষ্কার করার মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করে ফেলেছেন যে, নিজের স্মার্টফোনের মাধ্যমে ই এবার থেকে যে কোন ব্যক্তি জেনে যাবেন যে তিনি অতি অতিরিক্ত মদ্যপান করে ফেলেছেন কিনা। যদিও, সাধারণত কেউই তাদের স্মার্ট ফোন কোমরে রাখেন না। তাই বিজ্ঞানীরা এখনো আরো গবেষণা করছেন যাতে, আরো সঠিকভাবে এই সেন্সর কে কাজে লাগানো যায়।