প্রকাশ্যে এল ইয়ামাহার আপকামিং ই-স্কুটার “E01” এর কনসেপ্ট ছবি। ২০১৯ সালে টোকিয়ো মোটর শো-তে ইয়ামাহা ১২৫ সিসি পেট্রোল স্কুটারের রিপ্লেসমেন্ট হিসেবে “E01” ইলেকট্রিক স্কুটারের কনসেপ্ট মডেলটি প্রকাশ্যে এনেছিল। ফেব্রুয়ারি মাসে ইয়ামাহার পক্ষ থেকে “E01″নামের স্বত্ব দায়ের করা হয়। এবার প্রকাশ্যে এলো স্কুটারটির লেটেস্ট পেটেন্ট অ্যাপ্লিকেশন। মডেলটি কেমন দেখতে হবে, কী কী ফিচার থাকবে তার একটি অংশ অ্যাপ্লিকেশনে দেখানো হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, স্কুটারটিকে রাস্তায় চলার উপযোগী করার জন্য রিফ্লেক্টর সহ ট্র্যাডিশনাল টেল লাইট ব্যবহার করা হয়েছে৷ সম্ভবত ব্যাটারি প্যাকটি নন-রিমুভেবল। ইলেকট্রিক মোটরটি ফ্রেমের পিছনে রাখা হয়েছে, সম্ভবত রিয়াল হুইলকে শক্তি যোগানোর জন্য এই কাজ। স্কুটারটির কনসেপ্ট মডেলে পিছনের দিকটি ফেব্রিক দিয়ে কভার করা ছিল৷ তবে এখন স্টোরেজ কম্পার্টমেন্ট লুকোনোর জন্য নর্মাল প্লাস্টিক বডিওয়ার্কের ওপর রিমুভেবল সিট সহ সেটি আরও ট্র্যাডিশনাল ডিজাইন দিয়ে রিপ্লেস করা হয়েছে৷
ই-স্কুটারটির পেটেন্ট ছবিটি প্রকাশিত হয়েছে জাপানের পেটেন্ট অফিস থেকে৷ সম্ভবত পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশনটি ২০১৯ সালের শেষের দিকে জমা করা হয়েছিল৷ পেটেন্টটি পাবলিশ হওয়ায় ধরে নেওয়া যেতে পারে, ইয়ামাহা “E01” ইলেকট্রিক স্কুটারের প্রোডাকশন মডেল প্রস্তুত করা শুরু করে দিয়েছে৷ আশা করা যায়, চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকেই আমরা স্কুটারটির প্রোডাকশন ভার্সনটির দেখা পাবো।