Redmi খুব শীঘ্রই স্মার্টফোন পোর্টফোলিও তে জুড়তে চলেছে একটি নতুন ফোন। এই স্মার্টফোনটি হল Redmi K40 Pro। এই বছর লঞ্চ করেছিল কোম্পানি তাদের একটি নতুন ফোন Redmi K30 Pro। এইবার কোম্পানি লঞ্চ করতে চলেছে এই ফোনটির সাক্সেসার। সম্প্রতি একজন টিস্টার জানিয়েছেন যে এই ফোনটিতে দেওয়া হবে পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনটির সাথে লঞ্চ করা হতে চলেছে Redmi k40 ফোনটিকেও ।
As per source, the Redmi K40 Pro will ditch the popup camera & instead will use left aligned single punch-hole camera. pic.twitter.com/6SpdYCOoGu
— Sudhanshu (@Sudhanshu1414) December 10, 2020
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। Redmi K40 তে দেওয়া হতে পারে ৬৪ mp এর প্রাইমারী ক্যামেরা, যেখানে ব্যবহার করা হবে sony IMX686 সেন্সার। এছাড়া অন্যদিকে ফোনটিতে দেওয়া হতে পারে ৩৩W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
বিশেষত্ব-
সূত্র হতে জানা গিয়েছে Redmi K40 তে কোম্পানি দিতে চলেছে OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে চলেছে ১২০Hz। এটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে হতে চলেছে বলেও জানা গিয়েছে।
সেখানেই কিছুদিন আগে আসা একটি রিপোর্টে জানা গিয়েছে যে Redmi K40 Pro কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে, যেখানে থাকবে Snaspdragon 875 প্রসেসর। অন্যদিকে Redmi K40 তে দেওয়া হতে পারে Mediatek Dimensity 1000+ । ফোনগুলি আসতে চলেছে ৫জি কানেকটিভিটির সাথে।