সম্প্রতি Xiaomi আধিকারীক দের থেকে জানা গিয়েছ যে তারা ৫ তারিখ ভারতে লঞ্চ করবে তাদের নতুন স্মার্টফোন Mi 10i. এর সাথে এই স্মার্টফোনকে স্পট করা হয়েছে কিছু সাইটে। সেখান থেকে জানা গিয়েছে এই স্মার্টফোনে দেওয়া হবে ১০৮ mp এর ক্যামেরা। গ্রাহক ভারতে এই ফোনটিকে কিনতে পারবেন ই কমার্স সাইট Amazon এ।
সম্প্রতি ফোনটির একটি টিজার দেখা গিয়েছে। যেখানে লেখা রয়েছে যে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন Amazon India ই-কমার্স সাইটে। তবে স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্যই প্রদান করেনি কোম্পানি। লিক হতে জানা গিয়েছে এই ফোনটির স্টোরেজ এবং রঙ সম্পর্কে।
এই ফোনে দেওয়া হবে ৬ জিবি র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ। সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হতে হবে অন্য এক বিকল্পে এমনটাই জানা গিয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করতে পারে । সেই রঙগুলি হল মিড নাইট ব্ল্যাক , পেসিফিক সানরাইজ এবং অ্যাটলান্টিক ব্লু