Xiaomi আজ গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে শীর্ষে অবস্থান করছে। সব ধরণের সব সেগমেন্টের স্মার্টফোন লঞ্চ করে Xiaomi। এইবার তারা প্রবেশ করতে চলেছে ফ্লোল্ডেবেল স্মার্টফোনের জগতে। সম্প্রতি কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে Xiaomi এখন কাজ করছে তাদের ফোল্ডেবেল স্মার্টফোনের ওপরে। অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোনগুলিকে লঞ্চ করবে ২০২১ সালের শুরু দিকে। বলা বাহুল্য, এখনও পর্যন্ত ফোল্ডেবেল স্মার্টফোনের জগতে রাজ করছে Samsung এবং Motorola এর মতো কোম্পানি।
DSCC এর সিইও Ross Young এর বক্তব্য অনুসারে, ২০২১ সালে Xiaomi একটি অথবা দুটি না, তিনটি ফোল্ডেবেল ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোল্ডিং এর দিক থেকে অনেকতা আধুনিক হতে চলেছে এই ফোন। এছাড়া এই স্মার্টফোনে দেওয়া হতে পারে OLED প্যানেল। তবে এখনও এই সম্পর্কে কোনও তথ্যই প্রদান করেনি কোম্পানি।
বলা বাহুল্য, কিছু দিন আগে এই ফোনটির পেটেন্ট জমা করেছিল কোম্পানি। সেই থেকে জানা গিয়েছে যে এই ফোনে থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ। এই স্মার্টফোনের ক্যামেরা অনেকটা Samsung Galaxy A80 এবং Asus 6Z এর মত ক্যামেরা হতে চলেছে।