Latest Posts

Xiaomi এর ক্যামেরা ভালো Apple এর ফোনের থেকেও, জানালো রিপোর্ট

টেক কোম্পানি Xiaomi তাদের ১০ বছর পুর্তিতে লঞ্চ করেছিল Mi 10 Ultra। এই ফোনটির ক্যামেরা সমস্ত ফোনকে পিছনে ফেলে দিয়েছে। আগস্ট মাসে লঞ্চ হওয়া এই ফোনটিতে DXOMARK ক্যামেরা রিভিউ থেকে জানা গিয়েছে যে MI 10 Ultra এর ক্যামেরা Huawei P40 Pro এর থেকেও ভালো। এছাড়াও কোম্পানির এই ফোনের ক্যামেরা বাকি ফোনগুলির থেকে অনেকটাই ভালো। এই বার সামনে উঠে এসেছে এই ফোনের সেলফি ক্যামেরার রিভিউ।

Mi 10 Ultra এর প্রাইমারী ক্যামেরা Apple এর ফোনগুলির থেকেও ভালো। তবে সেখানেই সেলফি ক্যামেরা দেয়নি আশা অনুযায়ী ফল। এটিকে DXOMARK এর সেলফি ক্যামেরা Ranking এ দেওয়া হয়েছে ৮৮ পয়েন্ট। যার সাথে এটি অধিকার করেছে ২২ তম স্থান।

২০mp এর সেলফি ক্যামেরা

Xiaomi এর ফ্ল্যাগশিপ ফোন এ দেওয়া হয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা সেট আপ। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ২০mp এর f/২.৩ এর সেলফি ক্যামেরা সেট আপ। যেখানে গ্রাহক ১৯২০x১০৮০ পিক্সেলের সাথে ৩০fps এ রেকর্ড করতে পারবেন।

Latest Posts

টেক নিউজ