Xiaomi তাদের গ্রাহকদের জন্য কোম্পানি প্রোডাক্টগুলির ওপর বহু অফারের ঘোষণা করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে Xiaomi India Black Friday Sale। এই সেল শুরু হবে ২৬ এ নভেম্বর থেকে। আর চলবে ২৯ এ নভেম্বর পর্যন্ত। এখানে গ্রাহক অফারের সাথে বিভিন্ন অত্যাধুনিক ফোন, এয়ারবাডস, MI ফিটনেস ব্যান্ড, ট্রিমার, স্মার্ট ওয়াচ কিনতে পারবেন। চলুন জানা যাক সস্তায় কি কি কিনতে পারবেন এই সেলে।
কোথা থেকে কিনবেন
Xiaomi এর এই সেল এর সুবিধা আপনি তুলতে পারবেন ফ্লিপকার্ট, অ্যামাজন এবং mi.com থেকে। চলুন জানা যাক কোন কোন প্রোডাক্টগুলির ওপর পাবেন ছাড়।
এই স্মার্টফোনের ওপর পান বিশেষ ছাড়
Xiaomi এর সাবব্র্যান্ড Redmi এর জনপ্রিয়ফোন Redmi 8A Dual এর বেস মডেলকে গ্রাহক এই সেলে কিনতে পারবেন কেবল ৬,৯৯৯ টাকায়। ফোনটির বর্তমান দাম ৯,৯৯৯ টাকা। অন্যদিকে Redmi 9i এর ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টটিকে গ্রাহক এই সেলে কিনতে পারবেন ৮,৯৯৯ টাকায়। ফোনটি র বর্তমান দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে Redmi Note 8 এর ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্ট টিকে গ্রাহক এই সেলে কিনতে পারবেন ৮,৯৯৯ টাকায়। ফোনটির আসল দাম ১২,৯৯৯ টাকা।
এছারাও কমে গিয়েছে Redmi Note 9 Prime এর ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট টির দাম ও। গ্রাহক এই ফোনটিকে এই সেলে কিনতে পারবেন কেবল ১০,৯৯৯ টাকার বিনিময়ে। অন্যদিকে Redmi Note 9 Pro এর ৪ জিবি ভ্যারিয়েন্ট টিকেও ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে এই Black Friday Sale এ।