Xiaomi দাম বাড়িয়ে দিয়েছে তাদের একটি জনপ্রিয় স্মার্টফোনের। Redmi 9A কে এই বছর বাজেট সেগমেন্টে লঞ্চ করেছিল কোম্পানি। কিন্তু তখন ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের বিকল্পটির দাম এইবার বাড়িয়ে দেওয়া হল কোম্পানি পক্ষ থেকে। Redmi এর এই স্মার্টফোনের দাম বাড়িয়ে দেওয়া হল ২০০ টাকা। তবে গ্রাহক যদি ৩ জিবি ভ্যারিয়েন্ট টিকে কেনেন তবে তিনি আগের দামেই কিনতে পারবেন ফোনটিকে।
Redmi 9A এর দাম
আগে Redmi 9A এর ২ জিবি+৩২ জিবি বিকল্পটির দাম ছিল ৬,৭৯৯ টাকা। সেখানে এখন এই বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ৬,৯৯৯ টাকায়। অন্যদিকে ৩জিবি বিকল্পটিকে কেনা যাবে ৭,৪৯৯ টাকায়। Redmi এর এই বাজেট ফোনের নতুন দাম mi.com এ ইতিমধ্যেই লিস্ট করা হয়েছে। এই ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন গ্রীন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙের বিকল্পে।
স্পেসিফিকেশন
Xiaomi এর Redmi 9A তে দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির Hd+ IPS ডিসপ্লে। সেখানেই ফোনটির স্ক্রিন অ্যাস্পেক্ট রেশিও ২০:৯ এবং রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। অন্যদিকে ফোনটিতে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ।
এই স্মার্টফোনে রয়েছে Helio G25 এর প্রসেসর। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। Redmi 9A তে দেওয়া হয়েছে ১৩ mp এর একটি রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য ৫mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি। যার সাথে রয়েছে ১০w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।