Whatsapp গ্রাহকদের জন্য চল এসেছে বড় খবর। আগামী বছর কোম্পানি Privacy Policy কে গ্রহণ না করলে গ্রাহক ব্যবহার করতে পারবেন না নিজের Whatsapp অ্যাকাউন্ট। সেখানই, যদি গ্রাহকের সমস্যা হয় শর্তগুলিকে মানতে, তবে অ্যাকাউন্ট ডিলিট করা ছাড়া থাকবেনা কোনও বিকল্প। এই Policy আসতে চলেছে ৮ই ফেব্রুয়ারি ২০২১ এ।
WABetaInfo এর নতুন স্ক্রিনশট
WABetaInfo হতে সম্প্রতি শেয়ার করা হয়েছে বেশ কিছু তথ্য। সেই তথ্যে অনুসারে গ্রাহক যদি নতুন শর্তগুলি না মানেন তবে গ্রাহককে বাধ্য হয়ে ডিলিট করতে হবে অ্যাকাউন্ট। সেখানে বলে হয়েছে যে আপডেটে Whatsapp সার্ভিস জরিত সমস্ত তথ্য দেওয়া হবে।
নতুন Privacy Policy
WEBetaInfo দ্বারা শেয়ার করা স্ক্রিনশটে বলা হয়েছে যে আপডেট পলিসি চালি হওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে। তবে তা সম্পর্কে কোম্পানি আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেবে। নতুন পলিসির সাথে যদি গ্রাহক Whatsapp চালাতে চান তবে তাকে সমস্ত নিয়ম মেনে চলতে হবে।