আগের বছর থেকেই একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে Whatsapp। এইবার তাদের মুকুটে জুড়তে চলেছে আরও একটি ফিচার। WABetaInfo এর রিপোর্ট হতে জানা গিয়েছ, লোগো আউট বিকল্প আনতে চলেছে এই সংস্থা। এর সাথে বাতিল করা হবে অ্যাকাউন্ট ডিলিটের বিকল্পটিকে। তবে আপাতত কেবল আইওএসের জন্য এই ফিচার আনতে চলেছে কোম্পানি। গ্রাহক যদি একের বেশি ডিভাইজে এই অ্যাপ ব্যবহার করতে চান তবে এই বিকল্পটি ব্যবহার করতে পারেন।
রিপোর্ট হতে জানা গিয়েছে, ডিলিট অ্যাকাউন্টের স্থানটিকে দখল করতে চলেছে লোগো আউটের বিকল্পটি। তব কেবল আইওএস এ চলবে এখন এই ফিচার। আরও জানা গিয়েছে যে লগ আউটের বিকল্পটিকে ব্যবহার করা যাবে অফলাইন মোডেই।
কিছুদিন আগেই সিকিউরিটি আপডেট করেছে কোম্পানি Whatsapp। তারপরেই এই ফিচার আনতে দেখা যাচ্ছে তাদের। যদিও Facebook-এর এই সিদ্ধান্তে অখুশি হয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসন। টেক-জায়ান্টের এই পদক্ষেপে দেশের প্রায় ১.৭ কোটি মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারের তরফে কড়া আইন প্রণয়নের ভাবনা নেওয়া হচ্ছিল। তা বলে দেশের নাগরিকদের Facebook থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সঠিক কাজ নয় বলেই মনে করে অস্ট্রেলিয়ার সরকার।