Whatsapp গ্রাহকদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। এইবার কোম্পানি এই নতুন ফিচার এর নাম দিয়েছে Add To Cart। Whatsapp সাপোর্ট পেজ অনুসারে অ্যাপ আপগ্রেড করার পরে ক্যাতালগ ব্রাউজ করার সময় সেখানে দেখা যাবে Cart বাটন টিকে। অন্যদিকে এটি দ্বারা গ্রাহক খুব সহজে নিজের শপিং করতে পারবেন Whatsapp এর মাধ্যমে।
Business ক্যাটেলগে দেখার পরে সেখানে গ্রাহক Cart এর বিকল্পটিকে পাবেন। সেখানে কেবল অ্যাড টু কার্ট নয়, রয়েছে ভিউ কার্টের বিকল্পও। সেটি ব্যবহার করে গ্রাহক খুব সহজে তার কার্টে অ্যাড করা প্রোডাক্টগুলি দেখতে পারবেন।
কার্ট বাটনটি ওপরের ডান দিকে দেওয়া হয়েছে । সেখানে শেয়ার বাটনে ক্লিক করে খুব সহজে গ্রাহক পুরো লিস্ট টিকে পাঠাতে পারবেন বিক্রেতাকে। এতে দুই পক্ষেরই হবে সুবিধা। এছারা যদি কোনও সমস্যায় পড়েন গ্রাহক। তবে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন বিক্রেতাকে।