কিছু দিন আগে পরিবর্তন করা হয়েছে Facebook মালীকাধিন Whatsapp এর প্রাইভেসি পলিসি। সেখানে বলা হয়েছে যে এখন থেকে গ্রাহকদের ইনফরমেশন Whatsapp শেয়ার করবে ফেসবুককে। এইদিন লোকপ্রিয় ম্যাসেজিং অ্যাপ Whatsapp এর নীতি না মেনে নিয়ে তার ওপর আপত্তি জানিয়ে CAIT এটিকে ভারতে ব্যান করার চাহিদা প্রকাশ করেছে। কোর্ট হতে জানানো হয়েছে যে Whatsapp এর এই নতুন নীতিতে বলা হয়েছে যে গ্রাহকদের যে তথ্য হোয়াটস অ্যাপ সেভ করবে তা সরাসরি পাঠানো হবে ফেসবুককে। কোর্টের বক্তব্য, এতে গ্রাহকের বহু প্রয়োজনীয় তথ্য চলে যেতে পারে ফেসবুকের কাছে।
CAIT গভীর নিন্দা করেছে এই নতুন নীতির। ভারতে ২০ কোটি মানুষ ব্যবহার করেন ফেসবুক। তাদের ডেটা ফেসবুক নিজের নতুন পলিসির মাধ্যমে অধিগ্রহণ করে নিচ্ছে। যার ফলে কেবল দেশের অর্থব্যবস্থাতেই নয়, সমস্যা তৈরি হবে দেশের সুরক্ষা নিয়েও।
কোর্ট হতে জানানো হয়েছে যে,”এটি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সব দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, যে সময় কোম্পানি ব্যবসার নামে ভারতে প্রবেশ করেছিল এবং দেশকে গোলাম বানিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। দেশের অর্থব্যবস্থা এবং সামাজিক সংরচনা খুবই প্রয়োজনীয়। এখন বোঝা যাচ্ছে তাদের আসল উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ভারতীয়দের তথ্য নিজের হাতে নেওয়া এবং অর্থব্যবস্থা কে নিয়ন্ত্রন করা।”
তাদের মতে,”Whatsapp এর নতুন পলিসিতে বলা হয়েছে যে তারা চাইছে গ্রাহকদের ডেটা ফেসবুককে দিতে। কিন্তু এর ফলে গ্রাহকের প্রাইভেসিতে তৈড়ি হতে পারে সমস্যা। যা ভারতের সংবিধানের বিরুদ্ধে। সরকারের উচিৎ এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা।”