ভিভো মার্কেটে লঞ্চ করে দিয়েছ তাদের মিড রেঞ্জ ৫জি স্মার্টফোন Vivo Y52s স্মার্টফোন। এই ফোনে গ্রাহক পেয়ে যাবে ৪৮mp এর প্রাইমারী ক্যামেরা সহ ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কোম্পানি এখন ফোনটিকে চীনে লঞ্চ করেছে। সেখানে এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১৫৯৮ চীনা ইউয়ান যা ভারতীয় ১৮,১০০ টাকার সমান। চীনে এই ফোনের সেল ১২ই ডিসেম্বর থেকে শুরু হবে। আশা করা হচ্ছে, কোম্পানি এই স্মার্টফোনটিকে খুব শীঘ্রই ভারতে লঞ্চ করবে। চলুন জানা যাক ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে,
স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ১০৮০x২৪০৮ পিক্সেল রেজোলিউশনের ৬.৫৮ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে, যার অ্যাস্পেক্ট রেশিও ২০;১;৯। ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে কোম্পানি এই ফোনটিকে দেশে লঞ্চ করেছে। ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ করা হয়েছে এই ফোনটিকে। সেলফির জন্য দেওয়া হয়েছে ৮mp এর ফ্রন্ট ক্যামেরা সেট আপ। পাওয়ার প্রদানের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮w এর ডুয়াল ইঞ্চিন ফাস্ট চার্জিং সাপোর্ট।