জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন Vivo Y51(2020)। ফোনটিকে কোম্পানি লঞ্চ করেছে ইন্দোনেশিয়াতে। তবে সম্প্রতি লিক করে দেওয়া হয়েছিল ফোনটির সমস্ত স্পেসিফিকেশন। MySmartPrice এর একটি রিপোর্ট হতে জানা গিয়েছে যে ভারতে শীঘ্রই কোম্পানি লঞ্চ করবে এই ফোনটিকে। Vivo Y51 এ দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর, ৫০০০ mAh এর বড় ব্যাটারি সহ বহু আধুনিক ফিচার। চলুন জানা যাক ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত ভাবে,
Vivo Y51(2020) এর দাম এবং উপলব্ধতা
Vivo Y51 কে কোম্পানি লঞ্চ করেছে ৩,৫৯৯,০০০IDR দামে, যা ভারতীয় হিসেবে ১৮,৭৪৯ টাকার সমান। গ্রাহক ফোনটিকে কিনতে পারবেন Shopee Mall এ। আজ থেকেই শুরু করে দেওয়া হয়েছে ফোনটির বিক্রি। ভারতে কোম্পানি ১৮,০০০ টাকার আশেপাশের দামে ফোনটিকে লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে।
স্পেসিফিকেশন
Vivo Y51(2020) তে দেওয়া হয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল HD+ LCD IPS ডিসপ্লে। ডিসপ্লে টির রেজোলিউশন ২৪০৮x১০৮০ পিক্সেল। ফোনটি চলবে Qualcomm Snapdragon 665 প্রসেসর এর ওপরে। স্মার্টফোনটতে দেওয়া হয়েছে । স্মার্টফোনটিতে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে রয়েছে ৫,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।