সম্প্রতি কোয়ালকম লঞ্চ করেছে তাদের ৫জি সাপোর্টেড প্রসেসর Snapdragon 480। এটিকে প্রথমবার ব্যবহার করে Vivo কোম্পানি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ফোন। এই ফোনটি হল Vivo Y31s। এই ফোনকে কোম্পানি আপাতত লঞ্চ করেছে চীনা মার্কেটে। এখনও কোম্পানি বাকি মার্কেটে এই স্মার্টফোন লঞ্চ সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করেনি।
স্পেসিফিকেশন
Vivo V31s এ মোনোট রগ এবং টাইটেনিয়াম এম্পটি রঙে লঞ্চ করেছে কোম্পানি। এই ফোনে দেওয়া হয়েছে ৬.৫৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার সাথে রয়েছে ফুল HD+ রেজোলিউশন।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনে কোম্পানি তরফ থেকে দেওয়া হয়েছে ১৩ MP এর ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Snapdragon 480 এর চিপসেট। সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি এর স্টোরেজ বিকল্প।