টেক কোম্পানি Vivo তাদের ভারতীয় মার্কেটে নতুন এন্ট্রী লেভেল স্মার্টফোন Vivo Y1s লঞ্চ করে দিয়েছে। Vivo India এর অফিসিয়াল সাইটে লিস্টিং থেকে নতুন Vivo Y1s এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। কোম্পানি এই ফোনের নাম রেখেছে ৮০০০ টাকার ও কম। এই ফোনে গ্রাহক পাবেন বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারি।
দাম এবং অফার
Vivo এর এই নতুন এন্ট্রি লেভেল ফোনের দাম রাখা হয়েছে ৭,৯৯০ টাকা। এটিকে গ্রাহক কিনতে পারবেন দুটি রঙের বিকল্পের সাথে। রিলায়েন্দ Jio এর ল্যাক ইন অফার এর সাথে এই ফোনটি গ্রাহক কিনলে গ্রাহক পাবেন ৪,৫৫০ টাকার ছাড়। তবে তা গ্রাহক পাবেন ২৪৯ টাকার বেশি রিচার্জে। অন্যদিকে ৭৯৯ টাকা পর্যন্ত ১০% লাভ এবং ৯৯ টাকায় ৯০ দিনের Shemaroo OTT সাবস্ক্রিপশন ও পাবেন গ্রাহকেরা।
স্পেসিফিকেশন
বাজেট স্মার্টফোন Vivo Y1s এ ৬.২২ ইঞ্চির Hao FullView LCD ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে Hd+ রেজোলিউশন। এই ফোনে দেওয়া হয়েছে Mediatek এর Helio P35 প্রসেসর। সাথে গ্রাহক পাবেন ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাম স্টোরেজ।
চলুন এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। সেলফির জন্য গ্রাহক এই ফোনে পেয়ে যাবেন ৫mp এর ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে ১৩ mp এর ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৪,০৩০mAh এর বড় ব্যাটারি।