Vivo তাদের নতুন স্মার্টফোন ভারতে ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটী হল Vivo Y12s। এই ফোনে দেওয়া হয়েছে Mediatek Helio P35 প্রসেসর এবং HD+ ডিসপ্লে। এই ফোনটি ভারতীয় বাজারে টক্কর দেবে Realme C15, Redmi 9 Prime এবং Poco M2 এর মতো স্মার্টফোনদের সাথে। চলুন এইবার জানা যাক এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত ভাবে।
দাম এবং উপলব্ধতা
Vivo Y12s কে দেশে লঞ্চ করা হয়েছে ৯,৯৯০ টাকায়। গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন দুটি রঙের বিকল্পের সাথে। তবে রিলায়েন্স জিও গ্রাহক Vivo Y12s স্মার্টফোনটিকে ৭ হাজার টাকা পর্যন্ত বেনিফিটের সাথে। অন্যদিকে এই ফোনটিকে গ্রাহক IDFC ফার্স্ট ব্যাঙ্ক, HDB এবং পাইন ল্যাবস এর সাথে কিনতে পারবেন ডাউন পেমেন্ট বিকল্পের সাথে।
স্পেসিফিকেশন
Vivo Y12s এ ৬.৫১ ইঞ্চির Hd+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেল। ফোনটিতে দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ বিকল্প। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ এর চিপসেট। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই ফোনে কোম্পানি তরফ থেকে দেওয়া হয়েছে ১৩ mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে গ্রাহক পাবেন ৫,০০০ mAh এর বড় ব্যাটারি। কোম্পানি দাবি করেছে যে এই ফোনে গ্রাহক ১৬.৩ ঘন্টা পর্যন্ত সিনেমা স্ট্রিম করতে পারবেন, অন্যদিকে এই ফোনে গেম খেলা যাবে ৮.৯ ঘণ্টা।