জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি আগামী ২৯ এ ডিসেম্বর তাদের পাওয়ারফুল স্মার্টফোন সিরিজ Vivo X60 লঞ্চ করতে চলেছে, যেটিতে থাকতে চলেছে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। Vivo এর ফ্ল্যাগশিপ মোবাইল সিরিজে Vivo X60 5G এবং Vivo X60 Pro 5G লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে Exynos 1080 SoC প্রসেসর। সাথে দেওয়া হতে পারে Zeiss Optics এর সাপোর্টও।
দীর্ঘ অপেক্ষার পর এই ফ্ল্যাগশিপ সিরিজ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কিত তথ্যও। Vivo তাদের জনপ্রিয় সিরিজের রেজিস্ট্রশন ও শুরু করে দিয়েছে।
এই স্মার্টফোনটিতে দেওয়া হতে চলেছে তিনটি রঙের বিকল্প। অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে দেওয়া হবে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে এই সিরিজের ফোনে দেওয়া হবে Amoled ডিসপ্লে এবং in-screen fingerprint সেন্সার। জানা গিয়েছে যে এই ফোনে দেওয়া হবে ৩৩w এর এছাড়া এই ফোনে Vivo X60 সিরিজ এর সাথে যুক্ত অনেক গুলি তথ্য সামনে এসেছে।
Vivo এর এই ফোনে দেওয়া হতে চলেছে Exynos 1080 SoC প্রসেসর। আগের X50 সিরিজে লঞ্চ করা হয়েছিল ৪০ হাজার টাকা দামে। সেই অনুযায়ী এই ফোনটিকেও কোম্পানি ৪০,০০০ টাকার আশেপাশে লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে।