Vivo X60 সিরিজের Vivo X60 এবং Vivo X60 Pro কে লঞ্চের আগে কোম্পানির অনলাইন স্টোরে লিস্ট করা হয়েছে। এই লিস্টিং থেকে দুটি স্মার্টফোনে রঙের বিকল্প এবং র্যাম সম্পর্কে জানা গিয়েছে। এছাড়া Vivo হতে জানানো হয়েছে যে এই ফোনটিতে দেওয়া হবে Origin OS।
Vivo X60 সিরিজে একটি প্রো এবং একটি নন প্রো বিকল্প লঞ্চ করা হবে। Vivo X60 তে একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং সেলফি ক্যামেরার জন্য দেওয়া হবে পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হবে। ৮ জিবি +১২৮ জিবি এবং ৮জিবি+২৫৬ জিবি বিকল্পটিকে লঞ্চ করা হবে। Vivo X60 কে লঞ্চ করা হবে তিনটি রঙের বিকল্পের সাথে।
Vivo স্টোরের লিস্টিং অনুসারে, Vivo X60 Pro তে একটি কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। প্রো বিকল্পটিতে দেওয়া হবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া রিয়ার হিসেবে থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ।
Vivo X60 সিরিজে দেওয়া হবে এক্সীনস ১০৮০ প্রসেসর। এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে ২৯ এ ডিসেম্বর। ফোনটিকে লঞ্চ করা হবে সবচেয়ে পাতলা 5G ফোন হিসেবে।