Vivo X6 Pro স্মার্টফোন চীনে আর কিছুদিনের মধ্যে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি Vivo তিনটি ফোন, V2059A, V2046A, V2047A কে চীনের ৩সি সার্টিফিকেশন ওয়েবসাইটএর সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সিরিজে Vivo Vivo X60 এবং Vivo X60 Pro লঞ্চ হতে চলেছে। আগের সপ্তাহ আগে এই ফোনটিকে দেখা গিয়েছে গীকবেঞ্চ লিস্টিং এ। সম্প্রতি Digital Chat Station কিছু স্ক্রীন শট শেয়ার করেছে যেখানে দেখা গিয়েছে TENAA লিস্টিং।
Vivo X60 সিরিজে একটি প্রো এবং একটি নন প্রো বিকল্প লঞ্চ করা হবে। Vivo X60 তে একটি ফ্ল্যাট ডিসপ্লে এবং সেলফি ক্যামেরার জন্য দেওয়া হবে পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হবে। ৮ জিবি +১২৮ জিবি এবং ৮জিবি+২৫৬ জিবি বিকল্পটিকে লঞ্চ করা হবে। Vivo X60 কে লঞ্চ করা হবে তিনটি রঙের বিকল্পের সাথে।
Vivo স্টোরের লিস্টিং অনুসারে, Vivo X60 Pro তে একটি কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। প্রো বিকল্পটিতে দেওয়া হবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া রিয়ার হিসেবে থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ।
Vivo X60 সিরিজে দেওয়া হবে এক্সীনস ১০৮০ প্রসেসর। এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে ২৯ এ ডিসেম্বর। ফোনটিকে লঞ্চ করা হবে সবচেয়ে পাতলা 5G ফোন হিসেবে।