Vivo তাদের বাজেট স্মার্টফোন Vivo Y20A কে ভারতে লঞ্চ করে দিয়েছে। এই বাজেট ফোনে দেওয়া হয়েছে বহু আধুনিক স্পেসিফিকেশন। Vivo Y সিরিজের এই ফোনে দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম+৬৪ জিবির স্টোরেজ। এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করেছে ১১৪৯০ টাকায়। সম্প্রতি Vivo এর এই ফোনটিকে নিয়ে গ্রাহকদের মধ্যে দেখা গিয়েছে অনেকটাই উৎসাহ। কোম্পানির এই সিরিজের মোবাইল ভারতে অনেকটাই জনপ্রিয়। আগামী ২ তারিখ কোম্পানির এই ফোনটিকে বিক্রি করা হবে অফলাইন এবং অনলাইন উভয় স্থানে।
Vivo Y20A এর স্পেসিফিকেশন
Vivo Y20A তে দেওয়া হয়েছে ৬.৫১ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে Snapdragon 439 SoC প্রসেসর। সাথে রয়েছে ৩ জিবি র্যামের সাপোর্ট। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ১৩mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফ্রন্ট এ দেওয়া হয়েছে ৮mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০mAh এর ব্যাটারি সহ ১০w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।