Vivo আজ ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন Vivo V20 Pro 5G লঞ্চ করে দিয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে ২৯,৯৯০ টাকা। ফোনটিকে কোম্পানি তরফ থেকে ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা এবং ডুয়াল ক্যামেরা সেট আপ। স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে লঞ্চ হওয়া এই ফোনটিকে কোম্পানি ভারতের আগে লঞ্চ করেছিল থাইল্যান্ডে। চলুন জানা যাক Vivo এর এই নতুন ফোন সম্পর্কে,
ফিচার এবং স্পেসিফিকেশন
ভারতে লঞ্চ হতে চলা এই 5G ফোনে দেওয়া হবে ৬.৪৪ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। যার স্ক্রিন রেজোলিউশন হতে চলেছে ১,০৮০x২,৪০০ পিক্সেল। অনুমান করা হচ্ছে যে এই ফোনে দেওয়া হতে পারে Qualcomm SDM765 Snapdragon 765G প্রসেসর। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হবে ৪,০০০ mAh এর একটি ব্যাটারি এবং ৩৩w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে কোম্পানি লঞ্চ করতে চলেছে এই ফোনটিকে।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হবে ৪৪mp এর ডুয়াল সেলফি ক্যামেরা। অন্যদিকে ৬৪ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে এই ফোনে। এমনটাই জানা গেছে রিপোর্ট হতে।