Vivo এর নতুন Vivo V20 Pro 5G ভারতে লঞ্চ হতে চলেছে। সেখানেই ভারতে লঞ্চের আগে কোম্পানি শুরু করে দিয়েছে এইটির প্রি অর্ডার। সেখানে গ্রাহক পাবেন ক্যাশ ব্যাক এবং অফার। অফার অনুযায়ী, ফোনটি কিনলে গ্রাহক ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কোম্পানি তরফ থেকে লঞ্চ ডেট এখনও জানা যায়নি। কিন্তু কিছু লিক থেকে মনে করা হচ্ছে যে ফোনটিকে ২৪ এ নভেম্বর লঞ্চ করা হবে।
দাম (সম্ভাবনা)
কিছু লিক থেকে মনে করা হচ্ছে যে Vivo V20 Pro 5G কে এই সপ্তাহে লঞ্চ করা হবে। আবার কিছু জন মনে করছেন যে এই ফোনটিকে লঞ্চ করা হবে ডিসেম্বর মাসে। এখন গ্রাহক যদি প্রি অর্ডার করেন তবে ফোনটির ওপর পেয়ে যাবেন ১০,০০০ টাকা পর্যন্ত অফার। মনে করা হচ্ছে ফোনটিকে ৩০,০০০ টাকার নিচে লঞ্চ করা হবে।
Vivo V20 Pro স্মার্টফোনটি অনেকটা One Plus Nord এর হাই এন্ড ভ্যারিয়েন্টের মতো দেখতে হবে। উল্লেখ্য, এর আগে সর্বপ্রথম Vivo V20 Pro কে কোম্পানি থাইল্যান্ডে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি এই V20 ফ্যামিলির ৩য় ফোন হতে চলেছে যা ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই Vivo V20 এবং Vivo V20 SE কে কোম্পানি ভারতে লঞ্চ করে দিয়েছে। এইবার অপেক্ষা কেবল Vivo V20 Pro এর।