স্মার্টফোন কোম্পানি Vivo সম্প্রতি খুব দ্রুত হারে বাড়াতে শুরু করেছে তাদের স্মার্টফোনের রেঞ্জ। সেখানে তাদের নতুন বাজেট স্মার্টফোন Vivo Y31 যুক্ত হবে দ্রুত হারে। অন্যদিকে ২৯ এ ডিসেম্বর চীনে নিজেদের X60 সিরিজ লঞ্চ করবে বলে জানা গিয়েছে। বাজেট ফোন Vivo Y31 লঞ্চ করতে চলেছে। সম্প্রতি কোম্পানির এই ফোনকে দেখা গিয়েছে সার্টিফিকেশন সাইটে। ফোনটির লেটেস্ট খবর অনুসারে, এটি লিস্ট হয়ে গিয়েছে গুগল প্লে কন্সোল।
Google Play Console এর লিস্টিং থেকে জানা গিয়েছে ফোনটির বেশ কিছু ফিচার। এছাড়াও জানা গিয়েছে ফোনটির মডেল নং। Vivo Y31 এর মডেল নং V2036। প্রসেসর সম্পর্কেও জানা গিয়েছে এই লিস্টিং থেকে। ফোনটিতে দেওয়া হতে চলেছে Snapdragon 662 প্রসেসর। আজকাল বাজট স্মার্টফোনের সবথেকে জনপ্রিয় প্রসেসর এটি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi 9 Power এ ও এই প্রসেসরটিই ব্যবহার করা হয়েছিল।
থাকবে ৪ জিবি র্যাম
এই স্মার্টফোনে কোম্পানি দিতে পারে Full HD+ ডিসপ্লে। এছাড়া থাকতে চলেছে ৪ জিবি র্যামের সাপোর্ট। তবে কোম্পানি এখনও এই বিষয়ে কোনও কিছুই জানায়নি।