ভিভো এর নতুন স্মার্টফোন Vivo Y12s কে খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি ফোনটিকে দেখা গিয়েছে BIS এর সাইটে। এর থেকে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই ভারতে ফোনটিকে লঞ্চ করা হবে। Vivo Y12 এর এই আপগ্রেডেড ভার্সান কে কিছুদিন আগে কোম্পানি লঞ্চ করেছিল ইন্দোনেশিয়াতে।
ফোন টিতে দেওয়া হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও প্রসেসর এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এটি টুইট করে জানিয়েছেন টিস্টার মুকুল শর্মা। তিনিই জানিয়েছেন সার্টিফিকেশন সাইটে থাকা ফোনটি সম্পর্কে। সম্প্রতি ফোনটিকে লিস্ট করা হয়েছে V2026 মোডেল নং এর সাথে।
ভিভো Y12s কে স্পেসিফিকেশন
ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬.৫১ ইঞ্চির Hd+ IPS ডিসপ্লে। ডিসপ্লে আস্পেক্ট রেশিও ২০:৯। ৪জিবি র্যামের সাথে আসন্ন এই ফোনটিতে দেওয়া হতে চলেছে হেলিও পি৩৫ SoC প্রসেসর। এই ফোনটি চলবে Android 10 এর ওপরে।
এইবার কথা বলা যাক ক্যামেরার। এই স্মার্টফোনে দুটি রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনে ১৩ mp প্রাইমারী ক্যামেরা এবং ২ mp এর সেকেন্ডার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য এই ফোনটিতে দেওয়া হতে চলেছে ৫০০০mAh ব্যাটারি।