ভারতের অন্যতম বড় টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) তাদের উইকেন্ড ডেটা রোল ওভার ফেসিলিটি আবারও নতুন করে বাড়িয়ে দেওয়া শুরু করেছে। আপনারা আগামী এপ্রিল মাস পর্যন্ত এই নতুন পরিষেবা পাবেন। এছাড়াও টেলিকম সংস্থা জানিয়েছে, এবারে নির্দিষ্ট কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান এর ক্ষেত্রে প্রত্যেক উপভোগ থেকে দেওয়া হবে অতিরিক্ত 5 জিবি করে নেট। 149, 219, 249, 399 এবং 599 টাকা রিচার্জ এর ক্ষেত্রে এই ফেসিলিটি দেওয়া হবে।
সংস্থা জানিয়েছে, আপনারা সারা সপ্তাহের অব্যবহৃত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সপ্তাহ শেষে। এটি হতে চলেছে একটি এক্সক্লুসিভ বেনিফিট শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য। প্রিপেইড গ্রাহকরা ছাড়া অন্য কেউ এই সুবিধা পাবেন না। সোমবার থেকে শুক্রবার অনেকেই ইন্টারনেট খরচ করতে পারেন না সঠিকভাবে। আর এবার থেকে শনি ও রবিবার ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন।
তবে এর জন্য আপনাকে আলাদা করে কোনো খরচ করতে হবে না। রিপোর্ট অনুযায়ী, Vi এর মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা নিজের একাউন্টে এই অতিরিক্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন। ভোডাফোন আইডিয়া প্রথমবারের জন্য এই ফেসিলিটি নিয়ে এসেছিল শুধুমাত্র একটি প্রমোশনাল অফার হিসেবে। কিন্তু এই অফার এতটা জনপ্রিয় হয়ে যায়, পরবর্তীতে Vi নতুন করে এই অফার এর বৈধতা বৃদ্ধি করতে শুরু করেছে।
149 টাকার প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি প্রত্যেকদিন পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। এছাড়া সর্বমোট 2 জিবি ডেটা এবং 300 টি এসএমএস করার সুবিধা পাচ্ছেন আপনারা। সঙ্গে দেওয়া হচ্ছে 28 দিনের ভ্যালিডিটি। আপনারা প্রত্যেকদিন এক জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই রিচার্জ করলে। 219 টাকা রিচার্জে ক্ষেত্রে পেয়ে যাবেন বাড়তি 2 জিবি ডাটা। এছাড়া প্রত্যেকদিন 1 জিবি করে ডাটা তো থাকছেই। সঙ্গে থাকছে প্রতিদিন 199 টি করে মেসেজ করার সুবিধা এবং আনলিমিটেড ভয়েস কলিং এর অপশন। এই প্লানের ভ্যালিডিটি 28 দিন।
249 টাকা রিচার্জ প্লান এ আপনাকে দেওয়া হবে মোট 5 জিবি অতিরিক্ত ডেটা। এছাড়া আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকছে। এছাড়া প্রতিদিন 100 টি করে এসএমএস পাঠাতে পারবেন আপনারা। অর্থাৎ আপনারা এক মাসে সর্ব মোট 47 জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা 28 দিনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই প্লানে উইক এন্ড ডেটা রোল ওভার এর ফেসিলিটি থাকছে।
399 টাকার প্ল্যান এর ক্ষেত্রে অতিরিক্ত 5 জিবি করে ইন্টারনেট আপনি পাচ্ছেন। এছাড়া আপনাকে প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট, 100 টি করে এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দেওয়া হবে। যে কোন নেটওয়ার্কে আপনারা এই কলিং করতে পারবেন। এর ভ্যালিডিটি 56 দিনের জন্য। অর্থাৎ একবার রিচার্জ করলে আপনারা 89 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে মোবাইলঅ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের মাধ্যমে অতিরিক্ত ডাটা ক্লেম করতে হবে।
সবশেষে আসা যাক 599 টাকা প্ল্যান এর ক্ষেত্রে। এখানে আপনারা প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 টি করে এসএমএস করতে পারবেন।।পরিষেবার সময়সীমা 84 দিন পর্যন্ত আপনি পাবেন এবং অতিরিক্ত 5 জিবি ইন্টারনেট আপনাকে দেওয়া হবে। MyVi অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রত্যেক ব্যবহারকারীর উইক এন্ড ডেটা রোলওভার ফেসিলিটি ব্যবহার করতে পারবেন।