বর্তমান সময়ে বেশ অনেকেই ব্যবহার করেন Google Map। স্মারতফোনে দেওয়া জিপিএস সিস্টেমের সাহায্যে কেবল অন্যের সাথে নিজের লোকেশন শেয়ার না, খুব সহজে পৌঁছে যাওয়া যায় যে কোনো লোকেশনে। যদি আপনি কোনো নতুন যায়গাতে যান, তবে যে অ্যাপটি আপনার সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তা হল Google Map।
তবে সবসময় আপয়ান্র সাহায্য Google Map করতে পারবেনা। বিশেষ করে এমন যায়গায় যেখানে আপনার ইন্টারনেট স্পীড খুব শ্লো। কিন্তু আমরা যদি বলি এই সময় ও আপনি আপনার জিপিএস ব্যবহার করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছেনা তো? আপনি আজকের যুগে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন গুগল ম্যাপ। চলুন জানা যাক কিভাবে,
এভাবে অফলাইন অবস্থাতে ব্যবহার করুন GPS
আমরা সবাই কোনো না কোনো সময় এমন পরিস্থিতিতে পড়ি, যখন আমরাদের ফোনে নেট চলেনা। কিন্তু আমাদের প্রয়োজন পরে Google Map এর। গুগল ম্যাপে একটি অফলাইন ম্যাপ বলে বিকল্প রয়েছে, সেটি ব্যবহার করে খুব সহজে আপনি অফলাইন এ Gps তথা Google Map ব্যবহার করতে পারবেন। কিন্তু তার আগে সেই যায়গার ম্যাপ ডাউনলোড এবং সেভ করে নিতে হবে আপনাকে। করতে হবে কিছু স্টেপ ফলো। চলুন জানা যাক স্টেপগুলি।
ফলো করুন এই স্টেপগুলি
১। প্রথমে স্মার্টফোনে Google App ওপেন করুন।
২। এর পরে বাম দিকে ট্যাপ করুন এবং নিজের প্রোফাইল ফটোর ওপর ট্যাপ করুন।
৩। সেখানে আপনি অফলাইন ম্যাপ অপশনটি সিলেক্ট করুন।
৪। এরপরে ‘Select your Own Map’ এ ট্যাপ করুন এবং সেই জায়গাটি বেঁছে নিন যেখানে আপনি যেতে চান।
৫। এরপরে আপনার ম্যাপটি ডাউনলোড হয়ে যাবে, যা আপনি অফলাইন অবস্থাতেও ব্যবহার করতে পারবেন।