কিছু সময় আগেই নিজেদের অফিশিয়াল ওয়েবসাইট রিলঞ্চ করেছে IRCTC। তার সাথেই Rail Connect অ্যাপের নতুন ইন্টারফেস এবং ফিচার্সও বদলানো হয়েছে। এবার ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থা আরও সহজ করে দিল সংস্থা। নতুন পেমেন্ট গেটওয়ে আইপ্লে লঞ্চের মাঝে দিয়ে এইবার থেকে যাত্রীদের টিকিট বুকিং করার সাথে-সাথেই ডিজিটাল পেমেন্ট এর পরিষেবাও নিয়ে হাজির হল IRCTC।
IRCTC iPay পরিষেবার সাহায্যে ট্রেন টিকিট বুকিং করে পেমেন্টের জন্য ইউজারেরা UPI লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন। অনলাইনেই ভাড়া দেওয়ার জন্য ইউজারদের ইউপিআই, ডেবিট কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন। অনলাইনেই ভাড়া দেওয়ার জন্য গ্রাহকদের UPI, ডেবিট কার্ড অথবা অন্য কোনও ডিজিটাল পেমেন্ট পরিষেবার সাহায্যে নিতে গেলে প্রথমে অনুমতি নিতে হবে এবং সেখানে যাত্রীকে তার সমস্ত তথ্যই দিতে হবে।
অর্থাৎ অন্যান্য ই-ওয়ালেটের মতোই ইপে দিয়ে পেমেন্ট করতে গেলে যাত্রীদের নিজের নাম, মোবাইল নং মতো কিছু তথ্য প্রথমে দিতে হবে। আর তারপরই ডেবিট কার্ডের তথ্য দিয়ে অথবা ইউপিআই এর সাহায্যে পেমেন্ট করা যাবে। যাত্রীদের এই ডিটেইলস নথিভুক্ত করা থাকবে iPay-তে এবং পরবর্তীতে সেই যাত্রী আরও কোনও যাত্রার জন্য পেমেন্ট করতে গেলে সেই নথিভুক্তিকরণ কাজে আসবে। সহজ কথায় বলতে গেলে, যাত্রীদের iPay-তে নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হবে, যে অ্যাকাউন্ট পরবর্তী সমস্ত যাত্রাতেই ব্যাপক কাজে লাগবে যাত্রীর।
IRCTC ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের সাহায্যে টিকিট বুকিং করার পরে কোনও যাত্রী যদি টিকিট বাতিল করতে চান, তাহলে IRCTC iPay সেই যাত্রীর টিকিট বুকিংয়ের যাবতীয় খরচা মুহুর্তে ফেরত করে দেবে। IRCTC এর তরফ বলে হচ্ছে, নতুন এই পরিষেবার সাহায্যে এক দিকে যাত্রীদের হয়রানি যেমন কমে যাবে। তেমনই আবার সময় ও বেঁচে যাবে।