বর্তমানে ভারতের বাজারে করোনা ভাইরাস প্যানডেমিকের পর গ্রাহকদের মধ্যে বাইক কেনার প্রবণতা বেড়েছে। আনলক প্রক্রিয়া চালু হওয়ার পর সবাইকে প্রায়ই তাদের কাজে যেতে হচ্ছে। কিন্তু গণপরিবহনে সোশ্যাল দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব বলা যেতে পারে। তাই ভারতীয় গ্রাহকরা বর্তমানে বাজেট লেভেলের বাইক কিনতে চাইছে যা তারা দৈনন্দিন ব্যবহার করতে পারবে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সেরা তিনটি বাইকের তালিকা জানাবো যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নভেম্বর মাসে।
Hero Splendor:
ভারতের বাজারে জনপ্রিয় বাজেট লেভেলের বাইকের মধ্যে সবচেয়ে প্রথম স্থানে আছে Hero Splendor। Hero Splendor বাইকটিতে ৯৭.২ সিসির ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড OHC ইঞ্জিন আছে। বাইকটির ইঞ্জিন ৮০০০ rpm এ ৫.৯ kw পাওয়ার ও ৬০০০ rpm এ ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকটি চলতি বছরের নভেম্বর মাসে ২ লাখ ৪৮ হাজার বিক্রি হয়েছে। এছাড়াও আগের বছর অর্থাৎ ২০১৯ সালের নভেম্বর মাসে এই বাইকের বিক্রির পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার।
Hero HF Deluxe:
Hero HF Deluxe বাইকটিতে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। বাইকটির ইঞ্জিন ৮০০০ rpm এ ৭.৯১ bhp পাওয়ার ও ৬০০০ rpm এ ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকটি চলতি বছরের নভেম্বর মাসে ১ লাখ ৭৯ হাজার বিক্রি হয়েছে। এছাড়াও আগের বছর অর্থাৎ ২০১৯ সালের নভেম্বর মাসে এই বাইকের বিক্রির পরিমাণ ছিল ১ লাখ ৫৯ হাজার।
Bajaj Pulsar 125:
Bajaj Pulsar 125 বাইকটিতে ১২৪.৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। বাইকটির ইঞ্জিন ৮৫০০ rpm এ ১১.৬১ bhp পাওয়ার ও ৬৫০০ rpm এ ১০.৮ Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকটি চলতি বছরের নভেম্বর মাসে ১ লাখ ৪ হাজার বিক্রি হয়েছে। এছাড়াও আগের বছর অর্থাৎ ২০১৯ সালের নভেম্বর মাসে এই বাইকের বিক্রির পরিমাণ ছিল ৬৮ হাজার।