Flipkart এর Big Diwali সেল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সেলে গ্রাহককে প্রায় সব স্মার্টফোনের ওপর ই ছাড় দেওয়া হচ্ছে। যদি আপনিও বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে। আমরা আজ আলোচনা করব এমন কিছু ফোন নিয়ে যা ফ্লিপকার্ট সেলে আপনি ৭,০০০ টাকার ও কম দামে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক,
Lava Z61 Pro
এই সেলে গ্রাহক Lava এর এই ফোনটিকে কিনতে পারবেন কেবল ৫,০৯৯ টাকায় । ফোনটিতে দেওয়া হয়েছে ৫.৪৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৬ GHz এর অক্টা কোর চিপসেট। ফোনটিতে গ্রাহক পাবেন ২ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। ক্যামেরার দিক থেকে দেখলে ৮mp এর প্রাইমারী ক্যামেরা এবং ৫mp এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।
Honor 9S
Honor 9S কে গ্রাহক ফ্লিপকার্ট সেলে কিনতে পারবেন ৬,৪৯৯ টাকায় ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির একটি Hd+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Mediatek MT6762R এর প্রসেসর। এটিতেও আগের ফোনটির মত 8mp এর রিয়ার এবং ৫mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Infinix Smart 4
কোম্পানি এই স্মার্টফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের ভ্যারিয়েন্ট টির দাম রেখেছে ৬৯৯৯ টাকা।Infinix এর এই নতুন ফোন Smart 4 তে দেওয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি HD+ incell IPS ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ২ জিবি র্যামের এবং ৩২ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে রয়েছে ১০ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।