প্রতিনয়ত উন্নত হচ্ছে আজকের মোবাইল জগত। ফিচার ফোনও হয়ে উঠছে স্মার্টফোনের মত উন্নত। আগে ফিচার ফোনে কেবল ২জি নেটওয়ার্ক চলত। কিন্তু আজ সেই ফোনে চলছে ৪জি নেটওয়ার্ক। আজ আমরা আপনাদের জন্য কিছু সস্তা ৪জি VOLTE ফিচার ফোন নিয়ে এসেছি, সেগুলিতে রয়েছে অনেক স্মার্টফোন ফিচার।চলুন জানা যাক সেগুলি সম্পর্কে,
Jio Phone
সস্তা ৪জি Volte ফোনের কথা বললে যে ফোনটির কথা সর্ব প্রথম মাথায় আসে তা হল Jio phone। ১.২ গিগাহার্টজ স্প্রেডট্রম ডুয়াল কোর প্রসেসরের সাথে আসা এই ফোনটিতে রয়েছে ৫১২ এমবি র্যাম এবং ৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ফোনটিতে ২০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই সিঙ্গেল সিমের ফোনটির দাম রাখা হয়েছে ১৫০০ টাকা।
Intex Turbo+
Intex Turbo+ এর এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল কোর প্রসেসর। এর সাথে ফোনটিতে ৫১২ এমবি র্যাম এবং ৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। ২০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটির দাম ১,৯৯৯ টাকা রাখা হয়েছে।
Bharat 1
Micromax Bharat 1 এর এই ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 205 এর প্রসেসর। এর সাথে ফোনটিতে ৫১২ এমবি র্যাম এবং ৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া হয়েছে। ২০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটির দাম 2200 টাকা রাখা হয়েছে।