গ্রাহকেরা আজকাল বেস্ট ক্যামেরার স্মার্টফোন এর খোঁজ করেন এখন। কোম্পানিগুলি গ্রাহকদের এই চাহিদাকে বুঝে লঞ্চ করেছে কিছু এমন ফোন, যেগুলিতে রয়েছে ৬৪mp এর ক্যামেরা। তবে এই ধরনের ফোন কেনার জন্য গ্রাহকদের দিতে হয় বেশ অনেকটাই টাকা। তবে ২০২০ তে কিছু এমন ফোন দেখা গিয়েছে, যাদের দাম ২০,০০০ টাকার ও কম এবং রয়েছে ৬৪mp এর ক্যামেরা।
Redmi Note 9 pro max
৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে গ্রাহক এই ফোনটিকে অ্যামাজন থেকে কিনতে পারবেন ১৬,৯৯৯ টাকায়। ফোনটিতে গ্রাহক পাবেন স্ন্যাপড্রাগন ৭২০G প্রসেসর এবং কোয়াড ক্যামেরা সেট আপ। ফনটিতে রয়েছে ৬৪ mp এর প্রাইমারী ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৫,০২০ mAh এর ব্যাটারি।
Realme 7 pro
Realme 7 pro এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্তোরেজ ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। সেখানেই ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। ফোনটির দ্বিতীয় সেল রাখা হয়েছে ১৭ ই সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে। Realme 7 pro এ দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চির ফুল HD+ সুপার Amoled ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Snapdragon 720G। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি, তবে সাথে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ও।ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের মোনোক্রোম এবং আরও একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৪৫০০ mAh এর ব্যাটারির সাথে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
Samsung Galaxy F41
Samsung Galaxy F41 এর ৬জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টটির দাম এখন রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। সেখানেই ১২৮ জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৭,৪৯৯ টাকা। লঞ্চের সময় ফোনটির দাম ছিল ১৬,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি sAMOLED Infinity-U ডিসপ্লে। যার রেজলিউশন ১০৮০x২৪০০ এবং অ্যাস্পেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে দেওয়া হয়েছে Exynos 9611 প্রসেসর। গ্রাহক এই ফোনে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট বেঁছে নিতে পারেন। ফোনটিতে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া রয়েছে ৩২ মেগাপিস্কেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিকে বললে ফোনটিতে রয়েছে ৬০০০ mAh ব্যাটারি এর সাথে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট।