ভারতের বাজারে বিভিন্ন কোম্পানি এখন বেশ কম মূল্যে অসাধারণ স্পেসিফিকেশন সম্মত ফোন লঞ্চ করছে। বেশিরভাগ চিনা কম্পানি যেমন Vivo, Oppo, Realme ভারতের বাজারে গ্রাহকদের চাহিদা মত স্পেসিফিকেশন ওয়ালা ফোন লঞ্চ করছে। এই ফোনগুলোতে যেমন আছে চমৎকার স্পেসিফিকেশন ঠিক তেমন দুর্দান্ত পারফরম্যান্স। আজকের এই প্রতিবেদনে সেরা তিনটি স্মার্টফোনের নাম জেনে নিন যা ৩০ হাজারের কম মূল্যে পাওয়া যায়।
Vivo V20 এর স্পেসিফিকেশন:Vivo V20 এ দেওয়া হয়েছিল ৬.৪৪ ইঞ্চির Hd+ Amoled ডিসপ্লে দেওয়া হয়েছিল। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে এই ফোনে দেওয়া হয়েছিল Snapdragon 720G প্রসেসর।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এ ফোনে গ্রাহক ৬৪ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। সাথে পাবেন ৪৪ mp এর ফ্রন্ট সেলফি ক্যামেরা পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে ৪,০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে রয়েছে ৩৩ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
OnePlus Nord এর স্পেসিফিকেশন:
OnePlus Nord ফোনে দেওয়া হয়েছে ৬.৪৪ ইঞ্চি ফুল Hd+ ফ্লুইড Amoled ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ১২ জিবি র্যামের এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 765G SoC প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ৩২+২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে। এই স্মার্টফোনে ৪১১৫ mAh ব্যাটারির সাথে 30T এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে ।
Oppo Reno 3 Pro এর স্পেসিফিকেশন:
Oppo Reno 3 Pro ফোনে ৬.৭ ইঞ্চির কার্ডভ ৯০ হার্জের ডিসপ্লে আছে। এই ফোনে MediaTek Helio P95 প্রসেসর আছে। ফোনে রিয়ার ক্যামেরা সেটআপ হিসাবে আছে চারটি ক্যামেরা যার মধ্যে প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া অন্যান্য ক্যামেরা গুলি ৮, ১৩ ও ২ মেগাপিক্সেলের। ফোনের সামনে ৪৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির ১২৮ জিবি স্টোরেজ এর ভেরিয়েন্ট এর দাম মাত্র ২৯৯৯০ টাকা।