২০২০ প্রায় শেষ হতে চলল। বাঙালির দুর্গাপূজা ও কালীপুজো হয়ে গিয়েছে। এবারে আসছে মেরি ক্রিসমাস। এই সময় অনেকেই এই বছরের মধ্যেই গাড়ি কিনতে চায়। কিন্তু করণা পরিস্থিতিতে অনেকের বাৎসরিক বাজেটের হেরফের হয়ে গেছে। তাই অনেকেই এখন বাজেট মূল্যে গাড়ি কিনে নিতে চায়। আজকের এই প্রতিবেদনে ৩ লাখের কম মূল্যে সেরা ৩ বাজেট গাড়ির তালিকা দেখে নিন।
১) Datsun redi-go:
Datsun redi-go গাড়িটি ০.৮ লিটার ও ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন ভার্সনে পাওয়া যায়। ০.৮ লিটারের ইঞ্জিন গাড়িটিতে ৫৬০০ rpm এ ৫৪ bhp পাওয়ার ও ৪২৫০ rpm এ ৭২ Nm টর্ক উৎপন্ন হয়। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। অন্যদিকে, ১.০ লিটার পেট্রল ইঞ্জিন গাড়িটিতে ৫৫০০ rpm এ ৬৭ bhp পাওয়ার ও ৪২৫০ rpm এ ৯১ Nm টর্ক উৎপন্ন হয়। এই গাড়িতে ৫ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স আছে। ০.৮ লিটার ও ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন গাড়িগুলিতে যথাক্রমে ২০.৭১ kmpl ও ২০.৭ kmpl মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে Datsun redi-go গাড়িটির মূল্য ২.৮৩ লাখ টাকা থেকে শুরু হয় এবং এই গাড়ি টপ মডেলটির দাম ৪.৭৭ লাখ টাকা।
২) Renault kwid:
Renault kwid কোম্পানির একটি বাজেট লেভেল গাড়ি যাতে ০.৮ লিটার একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৫৬৭৮ rpm এ ৫৩ bhp পাওয়ার ও ৪৩৮৬ rpm এ ৭২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। অন্যদিকে, ১ লিটার পেট্রোল ইঞ্জিন গাড়ির ইঞ্জিন ৬৮ ps পাওয়ার ও ৯১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি ২২.০৭ kmpl এর মাইলেজ দেয়। ভারতের বাজারে বর্তমানে গাড়িটির এক্স শোরুম মূল্য ২.৯৯ লাখ টাকা থেকে শুরু এবং টপ মডেলটির মূল্য ৫.২২ লাখ টাকা।
৩) Maruti Suzuki Alto:
মারুতি সুজুকির এন্ট্রি লেভেল বাজেট গাড়ি Alto চলতি বছরের সর্বাধিক বিক্রিত বাজেট হ্যাচব্যাক গাড়ি। গাড়িটিতে ৩ সিলিন্ডারের ৭৯৬ সিসির একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৪৬.৩৬ bhp পাওয়ার ও ৬২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটিতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই গাড়িটি ২২.০৫ kmpl মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির এক্স শোরুম মূল্য প্রায় ২.৯৪ লাখ টাকা।