বাজারে এখন প্রায় প্রতি বাজেটের অনেক ফোনের বিকল্প রয়েছে। কিন্তু যদি আপনি স্মার্টফোন ব্যবহার করার সাথে কোনও রকম সমজতা করতে না চান তবে স্মার্টফোনে ভালো র্যাম এবং প্রসেসর থাকা জরুরী। অধিক র্যাম আপনার গেমিং, ভিডিও স্ট্রিমিং এক্সপেরিয়েন্স কে করে তুলবে আরও সুন্দর। এছাড়া বেশি র্যামের স্মার্টফোনে খুব সহজে করা যায় মাল্টিটাস্কিং ও। আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু স্মার্টফোন সম্পর্কে কথা বলব যেগুলিতে রয়েছে ১২ জিবি র্যাম,
Samsung Galaxy S20 Ultra
দাম- ৮৬,৯৯৯ টাকা
Samsung Galaxy S20 Ultra তে আপনি পাবেন ১২ জিবি র্যাম। ফোনটিতে দেওয়া হয়েছে Exynos 990 চিপসেট। ফোনটিতে রয়েছে ১০৮ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। ফ্রন্ট এ দেওয়া হয়েছে ৪০mp এর ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য কোম্পানি পক্ষ থেকে দেওয়া হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি।
Motorola Edge Plus
দাম- ৬৪,৯৯৯ টাকা
Motorola Edge Plus তে আপনি পাবেন ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটিতে দেওয়া হয়েছে snapdragon 865 চিপসেট। ফোনটিতে রয়েছে ১০৮ mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ। ফ্রন্ট এ দেওয়া হয়েছে ২৫mp এর ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য কোম্পানি পক্ষ থেকে দেওয়া হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি।