২০২০ বছর টি তে কেবল একটি বিষয়ই লক্ষ্য করা গিয়েছে, তা হল করোনার প্রকোপ৷ সেই কারনে অন্য বছরের থেকে বিক্রির দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে স্মার্টফোন জগত। সেই কারনে স্মার্টফোন জগতকে আগের স্থানে নিয়ে যেতে স্মার্টফোন কোম্পানি এবং ই কমার্স সাইটগুলি নিয়ে আসছে একের পর এক সেল। এমন সেলের মাধ্যমে অনেকটা নিজেদের স্থান মজবুত করেছে কোম্পানিগুলি। এমনই এক কোম্পানি হল Poco। Poco কোম্পানি এর বছর তাদের ফোন রেকর্ড বিক্রি করেছে।
Poco Days Sale
আরও একবার কোম্পানি ঘোষণা করেছে Poco Days Sale সম্পর্কে। এই সেল চলবে ৪ দিন। কাল অর্থাৎ ১৪ তারিখ পর্যন্ত এই সেল চলবে বলে জানা গিয়েছে।
এই স্মার্টফোনগুলির ওপর ছাড়
এই সেলে গ্রাহক Poco X3 কে কিনতে পারবেন ১৫,৯৯৯ টাকায়। Poco C3 হল Poco এর অন্যতম বাজেট ফোন। এই ফোনের ৩ জিবি বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ৬,৯৯৯ টাকায়। এই সেলে Poco X2 এর ওপর দেওয়া হচ্ছে ২,৫০০ টাকার ছাড়। সেখানে এই ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ১৪,৯৯৯ টাকায়।
ছাড় দেওয়া হচ্ছে Poco M2 এবং Poco M2 Pro এর ওপরেও। এই সেলে Poco M2 কে গ্রাহক ১০,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। আর এই ফোনের প্রো ভার্সান অর্থাৎ Poco M2 Pro কে কিনতে পারবেন ১২,৪৯৯ টাকায়।