বর্তমান জীবন একেবারে গতিময়। এই মুহূর্তে চলার ক্ষেত্রে সকলের দরকার একটি ভালো ঘড়ি। ইতিমধ্যেই ভারতের বাজারে বেশ কিছু স্মার্টওয়াচ রয়েছে। একই সঙ্গে একাধিক ফিচার থাকার জন্য নিজের শরীরের উপরে নজর রাখার জন্য স্মার্ট ওয়াচ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। এবারে জনপ্রিয় ঘড়ি কোম্পানি টাইটান সেই তালিকা তে যোগদান করলো।
জানা যাচ্ছে, সম্প্রতি Titan লঞ্চ করে দিয়েছে তাদের নতুন SmartWatch।বিগত কয়েক দশক ধরে হাতের ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘড়ি মানুষকে উপহার দিয়েছে এই ব্রান্ড। আপনারা অনেকেই জানেন এই ব্রান্ড টাটা কোম্পানির সাথে সংযুক্ত। আর এবারে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Titan ভারতের বাজারে নিয়ে এসেছে Triathlon SmartWatches।
টাইটান জানিয়েছে, এই মুহূর্তে ভারতের বাজারে তিনটি নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টওয়াচে আপনারা একাধিক মোড পাবেন। আর এগুলির দাম শুরু হবে মাত্র 3999 টাকা থেকে। ভারতের বাজারে বেশ কয়েকটি রঙে এই ঘড়ি নিয়ে আসা হয়েছে।
ভারতের বাজারে বেশ কয়েকটি স্মার্টওয়াচ ইতিমধ্যেই রয়েছে। তারমধ্যে টাইটানের এই নতুন স্মার্ট ওয়াচ কি নতুন ফিচার দিতে পারে? জানিয়ে রাখি এই নতুন স্মার্টওয়াচে আপনারা পাবেন 25 টি ওয়ার্কআউট ফলাফল একসাথে। পাশাপাশি আপনারা একাধিক মোড পাবেন যা নিজের সুবিধামতো পাল্টাতে পারবেন। ভারতের বাজারে টাইটান স্মার্টওয়াচ নিয়ে এসেছে ভারতের স্মার্ট গ্রাহকদের খুশি করার জন্য।