ভারতে শীঘ্রই আসতে চলেছে জনপ্রিয় কোম্পানিগুলির কিছু স্মার্টফোন। এর মধ্যে আর কিছুদিনের মধ্যে লঞ্চ হবে Vivo V20 Pro 5G, Motorola এর Moto G 5G, Moto G9 Power। এই সমস্ত স্মার্টফোনগুলি এই বছরে ডিসেম্বর মাসে এবং আগামী বছর জানুয়ারি মাসের মহদ্যে চলে আসবে গ্রাহকদের সামনে । চলুন জানা যাক ফোনগুলির ফিচার গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে,
Vivo V20 Pro
জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানি Vivo আগামী ২রা ডিসেম্বর ভারতে লঞ্চ করতে পারে Vivo V20 Pro 5G ফোনটিকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফোনটির প্রি বুকিং। প্রি বুকিং এ ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। তবে এখনও ফোনটির দাম সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে যে, কোম্পানি ফোনটিকে ২৯,৯৯৯ টাকা দামে লঞ্চ করতে পারে। ভারতে লঞ্চ হতে চলা এই 5G ফোনে দেওয়া হবে ৬.৪৪ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। যার স্ক্রিন রেজোলিউশন হতে চলেছে ১,০৮০x২,৪০০ পিক্সেল। অনুমান করা হচ্ছে যে এই ফোনে দেওয়া হতে পারে Qualcomm SDM765 Snapdragon 765G প্রসেসর। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হবে ৪,০০০ mAh এর একটি ব্যাটারি এবং ৩৩w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে কোম্পানি লঞ্চ করতে চলেছে এই ফোনটিকে।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হবে ৪৪mp এর ডুয়াল সেলফি ক্যামেরা। অন্যদিকে ৬৪ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে এই ফোনে। এমনটাই জানা গেছে রিপোর্ট হতে।
Moto G9 Power
Motorola ভারতে শীঘ্রই লঞ্চ করতে চলেছে নতুন 5G ফোন Moto G 5G। এর সাথে লঞ্চ হবে Moto G9 Power। অনুমান করা হচ্ছে যে কোম্পানি তাদের এই Moto G9 Power ফোনটিকে লঞ্চ করবে বাজেট সেগমেন্টে। এই ফোনটিতে দেওয়া হবে Qualcomm Snapdragon 662 Soc প্রসেসর। Moto G9 Power এ থাকতে চলেছে ৬.৮ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন হতে চলেছে ৭২০X১৬৪০ পিক্সেল। Android 10 এর ওপর বেস করে চলবে এই ফোনটি, যেখানে দেওয়া হবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে দেওয়া হবে ৬৪ mp এর একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। যেখানে থাকব একটি ২ mp এর ম্যাক্রো লেনস এবং একটি ২ mp এর ডেপথ সেন্সার। ফোনটিকে পাওয়ার প্রদানের জন্য কোম্পানি তরফ থেকে ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হতে চলেছে ২০ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। অনুমান করা হচ্ছে যে ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ১৫,০০০ টাকার থেকে কম দামে।
Moto G 5G
Moto G 5G এর স্পেসিফিকেশন এর কথা বলে তো Motorola এর এই ফোনটিতে থাকতে চলেছে Snapdragon 750G SoC প্রসেসর। সাথে অনুমান করা হচ্ছে যে এই ফোনটিতে ৬.৭ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে। সাথে থাকতে পারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। Moto G 5G এর ক্যামেরার কথা বললে, এটিতে থাকতে পারে ৪৮ mp এর ক্যামেরা। এর সাথে থাকবে ৮ mp এর ডেপথ সেন্সার এবং ২ mp এর মাইক্রো লেনস।
Moto G 5G তে দেওয়া হবে ১৬ mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ৫,০০০ mAh এর ব্যাটারি। অন্যদিকে ফোনটিতে দেওয়া হতে পারে ২০ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। অনুমান করা হচ্ছে যে ফোনটিকে কোম্পানি ২৫,০০০ টাকার মধ্যে লঞ্চ করবে।