জনপ্রিয় ই কমার্স সাইট ফ্লিপকার্ট এর সেলে গ্রাহক কিনতে পারবেন Tecno Spark Go কে আগের থেকে সস্তা দামে। এছাড়া রয়েছে নো কস্ট ইএমআই এর বিকল্পও। অন্যদিকে ফোনটিকে কেনা যাবে এক্সচেঞ্জ অফারের সাথেও। এখানেই শেষ নয়, এই বাজেট ফোনে গ্রাহক পেয়ে যাবেন বহু নতুন ফিচার। চলুন জানা যাক অফারগুলি।
অফার
এই ফোনটিকে সেলে গ্রাহক কিনতে পারবেন ১,৫০০ টাকা ছাড়ের সাথে। ২ জিবি+৩২ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। তবে ৬,৪৯৯ টাকার ফোনটিকে গ্রাহক ৫৪৯ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ৫,৯৫০ টাকার এক্সচেঞ্জ অফার।
স্পেসিফিকেশন
Tecno Spark Go 2020 স্মার্টফোনটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে। ফোনে মিডিয়াটেক হিলিও এ২০ প্রসেসর থাকতে পারে। ফোনটিতে ২জিবি র্যাম থাকবে এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে।
ফোনের পিছনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে ফাস্ট চার্জিং সম্পন্ন ৫০০০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলাও জানা গিয়েছে।